আজকের রাশিফল (২৪/০৩/২৫)

মেষ: বিদেশি প্রতিষ্ঠানে শিক্ষালাভের কোনও সুখবর পেতে পারেন। কর্মে উদাসীনতা ও মনোযোগের অভাব। চিকিৎসকদের শুভ দিন।

বৃষ: একাধিক কর্মে ব্যস্ততার জন্য দেহে ক্লান্তিবোধ। পেশাদারি কর্মে বড় সাফল্য। রাজনীতিকদের পক্ষে দিনটি বিশেষ শুভ।

মিথুন: চলাফেরায় সতর্ক হন, দেহে আঘাত যোগ আছে। সন্তানের কর্ম বিষয়ে কোনও সুখবর পেতে পারেন। প্রেমের ফাঁদে পড়তে পারেন।

কর্কট: একাধিক ক্ষেত্র থেকে উপার্জন বৃদ্ধি ও সঞ্চয়ের যোগ। দাম্পত্য ক্ষেত্রে পারস্পরিক সম্পর্কের উন্নতি। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা।

সিংহ: অর্থভাগ্যটি অনুকূল। কাজকর্মে সাফল্য ও ব্যস্ততা বৃদ্ধি। অভিনয় শিল্পীরা বিশেষ কোনও সুযোগ পেতে পারেন।

কন্যা: দেহে আঘাত ও রক্তপাত যোগ থাকায় হাঁটাচলায় সাবধান হন। পাওনা আদায়ের ক্ষেত্রে সাফল্য। মানসিক চিন্তার ওঠানামা।

তুলা: পুরনো রোগ মাথাচাড়া দেওয়ায় দৈহিক ভোগান্তি বৃদ্ধি পাবে। অর্থকর্মে বিলম্বিত উন্নতি। সন্তানের ভবিষ্যৎ চিন্তায় মানসিক চাঞ্চল্য।

বৃশ্চিক: কাজকর্মে সাফল্য ও সুনাম। কারিগরি শিক্ষার অধ্যয়নে চমকপ্রদ ফলপ্রাপ্তি ও সেই সূত্রে নামী প্রতিষ্ঠানে কর্ম লাভ।

ধনু: কাজ-কর্মে সাফল্য ও উৎসাহ বৃদ্ধি। কর্মসূত্রে স্থানান্তর গমনে কার্যসিদ্ধির সম্ভাবনা। বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে।

মকর: যে কোনও ব্যবসায় দিনটি শুভ। আর্থিক বৃদ্ধির হার বাড়বে। লেখক, শিল্পীদের পক্ষে দিনটি শুভ। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।

কুম্ভ: পরিকল্পনামাফিক কাজ করে সাফল্য পাবেন। কর্মস্থলে কোনও খুশির খবর পেতে পারেন। উপার্জন বৃদ্ধি ও সঞ্চয় যোগ প্রবল।

মীন: রাগ বৃদ্ধির ফলে ঘরে বাইরে বিড়ম্বনা বাড়তে পারে। সন্তানের কর্ম বা শিক্ষায় কৃতিত্বের জন্য গর্ব। মানসিক দিক কমবেশি ঠিক থাকবে।