বাইশ গজকে বিদায় জানালেন রবিচন্দ্রন অশ্বিন

আজ এখন নিউজ ডেস্ক, 18 ডিসেম্বর: দীর্ঘ ১৪ বছরের বর্ণময় আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের অবসান ঘটালেন ভারতীয় তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। গাব্বা টেস্টের পরই অবসরের কথা ঘোষণা করেন ৩৮ বছর বয়সি এই ক্রিকেটার। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—সব ফরম্যাটেই তাঁর অবদান ভারতীয় ক্রিকেটের জন্য স্মরণীয় হয়ে থাকবে। পরিসংখ্যানের দিক থেকে অশ্বিনের কৃতিত্ব অভূতপূর্ব। তাঁর রেকর্ড ঝুলি বলছে, তিনি কেবল ভারতীয় ক্রিকেটের নয়, বিশ্ব ক্রিকেটেরও অন্যতম সেরা স্পিনার।

অশ্বিনের ১৪ বছরের আন্তর্জাতিক কেরিয়ার টেস্ট ক্রিকেটেই সবচেয়ে বেশি নজর কেড়েছে। ভারতীয় ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি বার সিরিজের সেরার পুরস্কার জেতার রেকর্ড তাঁর ঝুলিতে। মোট ১১ বার এই সম্মান পেয়েছেন তিনি। টেস্ট ক্রিকেটে তাঁর ফাইফারের সংখ্যা ৩৭। পাশাপাশি, ৮ বার এক ম্যাচে ১০ উইকেট নেওয়ার বিরল কৃতিত্বও রয়েছে। টেস্টে দ্রুততম ৩৫০ উইকেট নেওয়ার রেকর্ডটিও তাঁর। মাত্র ৬৬ ম্যাচেই এই মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (WTC) তাঁর আধিপত্য ছিল নজরকাড়া। ৪১টি ম্যাচ খেলে ১৯৫টি উইকেট শিকার করেছেন তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেট নেওয়া প্রথম বোলার হিসেবে ইতিহাস গড়েন অশ্বিন। এখানেই শেষ নয়, অশ্বিনের নাম টেস্টে বোল্ড আউট করার তালিকায়ও চতুর্থ। এই পদ্ধতিতে তিনি মোট ১০৯টি উইকেট শিকার করেছেন।

শুধু টেস্ট ক্রিকেটেই নয়, ওয়ানডে এবং টি-টোয়েন্টিতেও অশ্বিন তাঁর প্রতিভার ছাপ রেখেছেন। ভারতের হয়ে ১১৬টি ওয়ানডে ম্যাচে ১৫৬টি উইকেট এবং ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচে ৭২টি উইকেট নিয়েছেন। তবে তাঁর সবচেয়ে স্মরণীয় পারফরম্যান্সের মধ্যে রয়েছে এ বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে এক ম্যাচে শতরানের পাশাপাশি পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব। চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে সেই ম্যাচে এই বিরল কীর্তি গড়েছিলেন তিনি।

রবিচন্দ্রন অশ্বিন ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এমন একটি অধ্যায়, যাঁর অবদান চিরকাল স্মরণীয় থাকবে। তাঁর বর্ণময় কেরিয়ার শুধু রেকর্ডেই সীমাবদ্ধ নয়, ভারতীয় দলের জয়ে এবং বিশ্ব মঞ্চে দেশের নাম উজ্জ্বল করার ক্ষেত্রে তিনি অসাধারণ ভূমিকা পালন করেছেন। ক্রিকেটপ্রেমীদের মনে তাঁর জায়গা অমলিন।

08:23