আজ এখন নিউজ ডেস্ক, 23 ডিসেম্বর: ভারতে শিক্ষাব্যবস্থায় নতুন অধ্যায় সূচিত হতে চলেছে। আজ কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে যে অষ্টম শ্রেণি পর্যন্ত ফেল না করানোর যে নিয়ম এতদিন চালু ছিল, তা প্রত্যাহার করা হবে। নতুন শিক্ষানীতির আওতায়, এবার থেকে পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে বাধ্যতামূলকভাবে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শিক্ষার্থীদের। এই নীতি শিক্ষার মানোন্নয়নের জন্য গৃহীত হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা সচিব।
কী পরিবর্তন আনা হচ্ছে?
২০০৯ সালে চালু হওয়া শিক্ষার অধিকার আইনের অধীনে, অষ্টম শ্রেণি পর্যন্ত কোনও শিক্ষার্থীকে ফেল করানো হতো না। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে বাধ্যতামূলক বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে, শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে। প্রথম পরীক্ষায় অকৃতকার্য হলে ফলাফল প্রকাশের দুই মাসের মধ্যে শিক্ষার্থীকে দ্বিতীয়বার পরীক্ষা দিতে হবে। যদি দ্বিতীয়বারেও শিক্ষার্থী উত্তীর্ণ হতে ব্যর্থ হয়, তবে তাকে একই শ্রেণিতে পুনরায় পড়তে হবে।
বহিষ্কার করা যাবে না শিক্ষার্থীকে
নতুন নীতির একটি গুরুত্বপূর্ণ দিক হলো, কোনও শিক্ষার্থী ফেল করলেও তাকে স্কুল থেকে বহিষ্কার করা যাবে না। বরং, শিক্ষার্থীর উন্নতির দায়িত্ব শিক্ষাপ্রতিষ্ঠানকে নিতে হবে। বিশেষ নজর দিয়ে তাদের দুর্বলতা দূর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
কেন্দ্রীয় সরকারের বক্তব্য
কেন্দ্রীয় শিক্ষা সচিব জানিয়েছেন, এই নীতি চালুর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং শিক্ষার গুণগত মানোন্নয়ন সম্ভব হবে। পাশাপাশি, যেসব শিক্ষার্থী বিভিন্ন কারণে পড়াশোনায় পিছিয়ে পড়ছে, তাদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া যাবে। তবে অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ-ফেল ব্যবস্থা পুনরায় চালু করার সিদ্ধান্ত, শিক্ষাব্যবস্থায় নিঃসন্দেহ একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। এটি শিক্ষার্থীদের মধ্যে অধ্যাবসায়ের মনোভাব তৈরি করতে সাহায্য করবে।