ভুল তথ্য দিয়ে পেয়েছেন আবাসে টাকা! মাথায় হাত বৃদ্ধ দম্পতির

আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,১১ জানুয়ারি: নদীয়ার কৃষ্ণগঞ্জ এর এক বৃদ্ধ দম্পতি আবাসের প্রথম কিস্তির টাকা পাওয়ার পর কপালে হাত ঠেকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছিলেন। তাঁরা স্বর্ণখালির চক শ্যামনগর গ্রামের বাসিন্দা। বৃদ্ধের নাম রঞ্জিত বিশ্বাস ও তাঁর স্ত্রীর নাম সুচিত্রা বিশ্বাস। তারা ভেবেছিল আবাসের টাকায় তাদের দিন আনি দিন খাইয়ের সংসারে এবার হয়তো একটা পাকাপোক্ত মাথার ছাদ হবে। কিন্তু, তা ভাবাই সার।

ওই বৃদ্ধ দম্পতি টাকা আসার খবর পেয়ে ইট, বালি, সিমেন্টের জোগাড় করে বাড়ি ফেরার পথে, হঠাৎ করে বিডিওর তরফে নোটিস আসে তাদের ঘর তৈরি করার টাকা ফেরত দিতে হবে। কারণ তারা ভুল তথ্যের মাধ্যমে ওই টাকা পেয়েছে। এইসব কথা শুনে ওই বৃদ্ধ দম্পতির মাথায় হাত। ওই আকাশের টাকা ফেরত দিতে হবে শুনে চিন্তায় খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন তাঁরা। বৃদ্ধের অভিযোগ, তিনি বিজেপি করেন বলেই সরকার থেকে তাঁর আবাসের টাকা ফেরাতে নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ষাটোর্ধ্ব দম্পতি রঞ্জিত ও সুচিত্রা বিশ্বাস বিড়ি বেঁধে দিন গুজরান করেন। ছেলেমেয়েরা বিয়ের পর আলাদা হয়ে গিয়েছেন। এতদিন তাঁদের টিনের চালের বাড়ি ছিল। সেখানেই থাকতেন বৃদ্ধ দম্পতি। বাংলা আবাস যোজনায় নাম তালিকাভুক্ত হওয়ার পর প্রথম কিস্তির ৬০ হাজার টাকাও ঢোকে তাঁদের অ্যাকাউন্টে। টাকা ঢোকার পর পুরনো টিনের ঘরটি চার হাজার টাকায় বিক্রি করে দেন তাঁরা। কিনে ফেলেন বাড়ি তৈরির বিভিন্ন সরঞ্জাম।

এই অবস্থায় হঠাৎই তাঁদের নোটিস পাঠিয়ে টাকা ফেরতের নির্দেশ দিয়েছেন বিডিও। টাকা ফেরত না দিলে তাঁদের বিরুদ্ধে এফআইআর করা হবে বলেও জানিয়েছেন। নোটিস পেয়ে বিপাকে পড়েছেন তাঁরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দম্পতির ছেলের পাকা বাড়ি রয়েছে। সেই যুক্তি দিয়ে টাকা ফেরত চাওয়া হচ্ছে। যদিও, বৃদ্ধের অভিযোগ, তিনি বিজেপি করেন বলেই এই আক্রোশ। এ বিষয়ে কৃষ্ণগঞ্জের বিডিও সৌগত সাহা এবং কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি দাস কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। তবে, কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি অনুপ দাস জানান, আবাসের সার্ভে করেছিলেন সরকারি আধিকারিকরা। তাঁরাই এ বিষয়ে ভালো বলতে পারবেন।