আজ এখন নিউজ ডেস্ক, 9 জানুয়ারি: এক বিরাট চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল মহারাষ্ট্রের কোলাপুরের উৎরে গ্রামে। ভাগ্নির বিয়েকে মেনে নিতে না পেরে বৌভাতের অনুষ্ঠানে অতিথিদের খাবারে বিষ মিশিয়ে দিলেন মামা। ভাগ্যক্রমে কেউ সেই খাবার খাননি। তবে অভিযুক্ত মহেশ পাটিল বর্তমানে পলাতক এবং পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহেশ পাটিল ছোট থেকেই নিজের ভাগ্নিকে মেয়ের মতো মানুষ করেছিলেন। তাঁর সব চাহিদা পূরণ করতেন। তবে সম্প্রতি গ্রামে এক যুবকের সঙ্গে ভাগ্নির সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের আপত্তি সত্ত্বেও দুজন পালিয়ে গিয়ে বিয়ে করেন। বিয়ের পর যুবতীর পরিবার সবকিছু মেনে নিলেও মহেশ এই বিয়েকে কিছুতেই মানতে পারেননি। তাঁর মনে হয়েছিল, ভাগ্নি তাঁর বিশ্বাস ভেঙেছেন। ক্ষোভে ফুঁসে ওঠেন তিনি।
বিয়ের পর যুবকের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। মহেশকেও আমন্ত্রণ জানানো হয়। তখনই ভাগ্নির উপর প্রতিশোধ নিতে পরিকল্পনা করেন তিনি। অনুষ্ঠানের খাবারে বিষ মেশানোর সময় আশপাশের লোকজন তাঁকে দেখে ফেলেন। লোকজন তাঁকে আটকানোর চেষ্টা করলে মহেশ সেখান থেকে পালিয়ে যান।
পুলিশ জানিয়েছে, বিষ মেশানো খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে কী ধরনের বিষ প্রয়োগ করা হয়েছিল, তা জানা যাবে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।তাঁকে খুঁজতে চালানো হচ্ছে তল্লাশি।