আরজি কর-কাণ্ড: ‘সঞ্জয়ের ফাঁসি চাই না!’, কী বলল নির্যাতিতার পরিবার?

আজ এখন নিউজ ডেস্ক, 27 জানুয়ারি: অভয়ার পরিবারের গলায় নতুন সুর! আরজি কর-কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চায়নি নির্যাতিতার পরিবার। সোমবার কলকাতা হাই কোর্টে তারা স্পষ্ট জানিয়েছে, দোষীদের মধ্যে শুধু সঞ্জয় নয়, এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হোক।

এই ঘটনার জেরে ইতিমধ্যেই নিম্ন আদালত সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছে। তবে রাজ্য সরকার এবং সিবিআই, দুই পক্ষই হাই কোর্টে তাঁর মৃত্যুদণ্ডের আবেদন জানিয়েছে। শুনানি চলাকালীন নির্যাতিতার পরিবারের আইনজীবী শামীম আহমেদ বলেন, “আমরা সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি চাই না। তবে রাজ্য ও সিবিআইয়ের আবেদনের বিষয়ে কোনও আপত্তি নেই।”

নির্যাতিতার বাবা এই প্রসঙ্গে সাংবাদিকদের জানান, “আমরা চাই, প্রকৃত দোষীদের সবাইকে শাস্তি দেওয়া হোক। সঞ্জয় একা নয়, যাঁরা এর সঙ্গে জড়িত, তাঁদের সবাইকে সামনে আনতে হবে। বিচার চেয়ে আমাদের ভরসা আদালতের উপরেই।”
তবে এই মামলায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সিবিআই। তাদের দাবি, তদন্ত ও বিচার প্রক্রিয়ায় রাজ্যের কোনও ভূমিকা ছিল না। সিবিআইয়ের বক্তব্য, “মামলার সমস্ত নথি আমাদের কাছে রয়েছে। রাজ্যের কাছে কোনও তথ্য নেই, তবুও রাজ্য আকস্মিকভাবে এই মামলায় হস্তক্ষেপ করছে।”

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের দাবি, সিআরপিসির ৩৭৭ এবং ৩৭৮ ধারা অনুযায়ী রাজ্য আবেদন করার অধিকার রাখে। তবে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি) এসভি রাজু এর বিরোধিতা করে জানান, নতুন আইনে এই ধারাগুলি প্রযোজ্য নয়। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ উভয়পক্ষের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রেখেছে।

নিম্ন আদালতের রায় অনুযায়ী, সঞ্জয় রায়ের অপরাধ প্রমাণিত হলেও এটি ‘বিরলের মধ্যে বিরলতম’ ঘটনা নয় বলে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। কিন্তু রাজ্য এবং সিবিআইয়ের আবেদন নিয়ে হাই কোর্ট কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই এখন নজর জনসাধারণের।