আজ এখন নিউজ ডেস্ক, 21 জানুয়ারি: আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় দোষী সঞ্জয় রায়ের সাজা নিয়ে শুরু হয়েছে নতুন আইনি লড়াই। সোমবার শিয়ালদহ আদালত সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করলেও, এই শাস্তিকে যথেষ্ট মনে করেনি রাজ্য সরকার। মঙ্গলবার সকালেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত কলকাতা হাই কোর্টে ফাঁসির সাজার আবেদন জানালেন।
সূত্রের খবরে জানা গিয়েছে, বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ রাজ্যের আবেদনের শুনানির অনুমতি দিয়েছে। রাজ্য সরকারের যুক্তি, আর জি কর কাণ্ড বিরলের মধ্যে বিরলতম ঘটনা এবং দোষীর চরমতম শাস্তি হওয়া উচিত। শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস সোমবার জানান, মামলাটি বিরলের মধ্যে বিরলতম নয় বলে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসি দেওয়া হয়নি। কিন্তু এই রায়ে ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি এক্স হ্যান্ডলে লেখেন, “এই ধরনের অপরাধের ফাঁসির সাজা ছাড়া কিছুই মানা যায় না। দোষীর সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।” মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরই রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় বসেন এবং দ্রুত হাই কোর্টে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে, শিয়ালদহ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দোষী সঞ্জয় রায়ের পক্ষ থেকেও হাই কোর্টে আবেদন করার পরিকল্পনা করা হয়েছে। তার আইনজীবীরা জানিয়েছেন, আজীবন কারাবাসের সাজা থেকে মুক্তির জন্য আইনি লড়াই চালানো হবে। ফাঁসির দাবিতে রাজ্যের আবেদন ও সঞ্জয়ের পাল্টা পদক্ষেপ নিয়ে কলকাতা হাই কোর্টে আগামী দিনে গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে। তবে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই মামলার চূড়ান্ত পরিণতি নিয়ে জল্পনা অব্যাহত থাকবে।