আজ এখন নিউজ ডেস্ক, 17 ডিসেম্বর: রাজ্য সড়কের খাতড়া ও হিড়বাঁধ থানার সীমান্তবর্তী এলাকায় ভোরবেলায় ডাকাতির ঘটনায় বিরাট চাঞ্চল্য ছড়িয়েছে। এই নারকীয় ঘটনার মুখোমুখি হতে হয় সংবাদপত্র সরবরাহকারী একটি গাড়িকে। রাঙামাটির জঙ্গলের কালীমন্দির সংলগ্ন এলাকায় এদিন ডাকাতদলের সামনে পড়ে যান গাড়ির চালক।
প্রায় ১৫-১৬ বছর ধরে সংবাদপত্র সরবরাহের কাজ করছেন ওই চালক, এমন অভিজ্ঞতা এই প্রথম বলে জানিয়েছেন তিনি। গাড়ির চালকের বয়ানে জানা যায়, সুপুরের আগে ডানদিকের কালীমন্দিরের কাছে রাঙামাটির জঙ্গলের মধ্যে আচমকা অস্ত্র হাতে হাজির হয় ডাকাতদল। অস্ত্রের ভয় দেখিয়ে চালককে মারধরও করা হয় বলে অভিযোগ।
চালকের কথায়, “এতদিন ধরে আমি কাগজ নিয়ে আসছি, কিন্তু এমন ঘটনা কখনও ঘটেনি। মারধরের আতঙ্ক এখনও কাটেনি। নিরাপত্তার ব্যবস্থা না করলে যে কোনো সময় আরও বড় ঘটনা ঘটতে পারে। ঘটনার আকস্মিকতায় আমি গাড়ির নম্বর পর্যন্ত খেয়াল করতে পারিনি।”ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি তুলেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ওই এলাকায় নজরদারি বাড়ানোর আশ্বাস দিয়েছে।