ট্রফি জেতায় রোহিতকে দরাজ সার্টিফিকেট সৌগতোর!

আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,১০   মার্চ: তৃণমূল সাংসদ সৌগত রায় এবার রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও তাকে খোঁচা দিয়েছেন। তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ ও কামারহাটির বিধায়ক মদন মিত্র কাউর নাম না নিয়ে পাল্টা জবাব দিলেন। দুজনেই বিশ্বজয়ী অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন। তবে কেউই বর্ষীয়ান সাংসদের নাম নিয়ে কোনও মন্তব্য করেননি।

গতকাল ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। এবং সেইখানে ভারত নিউজিল্যান্ডকে হারিয়েছে।ওই ম্যাচে ৭৬ রান করেন ভারত অধিনায়ক। তিনি ম্যাচে সেরা ছিলেন। তাতে করে সৌগত সন্তুষ্ট হয়নি। ম্যাচ শেষে এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, “আমি ম্যাচের প্রতিটা বল দেখেছি। ভারত খুব লড়াই করে জিতেছে। রোহিত শর্মা সম্পর্কে বলার, ও আগে ভালো খেলতে পারছিল না। এর আগে একটা ম্যাচেও নিজের জায়গা জাস্টিফাই করতে পারেনি। রোহিত শর্মা যেহেতু ক্যাপ্টেন, আমার মনে হয়েছিল এই বিষয়টা বলা দরকার। ও ক্যাপ্টেন, ওর পারফর্ম করা উচিত। আজ রোহিত পারফর্ম করেছে। কিন্তু ও যদি সেঞ্চুরি করত আরও খুশি হতাম। তাহলে ভারতের জয়টা আরও সহজ হত। সেটা হয়নি কারণ উনি প্রলোভনে পা দিয়ে একটা বলে স্টাম্প আউট হলেন।” তবে কয়েকদিন আগেই রোহিতকে তুলনা করেছিলেন এই সৌগতই।

সৌগতর এই মন্তব্য প্রকাশ্যে আসার পরেই এক্স হ্যান্ডেলে ট্রফি হাতে রোহিতের ছবি পোস্ট করেন কুণাল ঘোষ। ক্যাপশনে লেখেন, ‘রোহিতের এই সাফল্যের পেছনে অধ্যাপক রায়ের ভূমিকা সত্যিই অনস্বীকার্য !!!!!’ অন্যদিকে, সংবাদমাধ্যমের সামনে মদন বলেন, “অনেকে মনে করেন রোহিত শর্মার সময় হয়ে এসেছে. তাকে বাদ দেওয়া উচিত, এমন লোকগুলো সম্পর্কে বেশি কিছু না বলাই ভাল। এরা মুর্খের দল! রোহিত শর্মা প্রমাণ করলেন যে তিনি ঠিক সময়ে জ্বলে উঠতে জানেন।” কামারহাটির বিধায়ক আরও বলেন, ক্রিকেটারদের নিয়ে এমন বিরূপ মন্তব্য করলে তার প্রভাব পড়ে জনমানসে। তবে সৌগতকে সরাসরি কেউই কিছু বলেননি।