নয়াদিল্লি স্টেশনে কুম্ভপুর্ণার্থীদের ভিড়ে হুড়োহুড়ি! প্রাণ হারালেন ১৮ জন

আজ এখন নিউজ ডেস্ক, 16 ফেব্রুয়ারি: শনিবার রাতে নয়াদিল্লি রেলস্টেশনে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১৮ জনের প্রাণহানি হয়েছে। পদপিষ্ট হয়ে নিহতদের মধ্যে ১১ জন মহিলা এবং ৪ শিশু রয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও অনেকেই। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

মহাকুম্ভে যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে ভিড় করেছিলেন শয়ে শয়ে যাত্রী। ট্রেন আসতে দেরি হওয়ায় গুজব ছড়িয়ে পড়ে যে দুটি কুম্ভগামী ট্রেন বাতিল হয়েছে। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি শুরু করেন। ১৩ ও ১৪ নম্বর প্ল্যাটফর্মে ভিড় ভয়াবহ আকার ধারণ করলে পদপিষ্ট হয়ে বহু যাত্রী আহত হন।

এই প্রসঙ্গে রেল সূত্র জানিয়েছে, গুজবের কারণে যাত্রীরা প্রয়াগরাজ এক্সপ্রেসে উঠতে গিয়ে পরিস্থিতি আরও জটিল করে তোলেন। খবর পেয়েও রেল ও দিল্লি পুলিশের দল পরিস্থিতি সামাল দেওয়ার আগেই দুর্ঘটনা ঘটে যায়। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানান, ‘‘প্রাণহানির ঘটনায় আমি শোকাহত। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।’’ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও শোকপ্রকাশ করেছেন এবং আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ, গুরুতর আহতদের আড়াই লক্ষ এবং সামান্য আহতদের এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।