আজ এখন নিউজ ডেস্ক, 22 জানুয়ারি: বলিউড তারকা সইফ আলি খান হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বীরদর্পে। পাঁচ দিনের চিকিৎসার পর মঙ্গলবার বিকেলে মুম্বাইয়ের আবাসনে ঢুকলেন তিনি। তবে তার পরিবারের নিরাপত্তা নিয়ে খানিকটা অস্বস্তি তৈরি হয়েছে। সইফ, করিনা, আর তাদের দুই সন্তান—সবার সুরক্ষার জন্যই নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা।
তাদের তিনতলা আবাসন ঘিরে ফেলা হয়েছে লোহার জালে। বসানো হয়েছে অসংখ্য সিসিটিভি ক্যামেরা। বাড়ির চারপাশে মোতায়েন করা হয়েছে নিরাপত্তারক্ষী। তবে সব চেয়ে চমকপ্রদ ব্যাপার, সইফের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্ব কে সামলাবেন, তা জানলে অবাক হতে হবে আপনাকেও। বলিউডেরই আরেক অভিনেতা, যিনি নিজের দক্ষতায় সুরক্ষা ব্যবস্থার জগতে নাম কুড়িয়েছেন।
বড় তারকাদের নিরাপত্তারক্ষার অভিজ্ঞতা রয়েছে তাঁর। শাহরুখ খান থেকে অমিতাভ বচ্চন—তালিকাটা দীর্ঘ। এবার সেই অভিনেতা সইফ আলি খানের সুরক্ষার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। তিনি আর কেউ নন, রণিত রায়। একজন তারকা হয়ে আরেক তারকার পাহারাদার হওয়ার এই গল্প যেন আরও রহস্যময় করে তুলেছে পুরো বিষয়টিকে।