শিয়ালদহ-হাসনাবাদ শাখার ট্রেনে আগুন! বিলম্বিত শাখার রেল চলাচল

আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,২৭ জানুয়ারি: আজ সাতসকালে শিয়ালদহ-হাসনাবাদ লাইনে পটে গেল এক ভয়ানক অগ্নিকাণ্ড। হঠাৎ করে ট্রেনের ভিতরে আগুন লেগে যায়। ট্রেন যাত্রীরা দুই বগির মাঝখান থেকে ভয়ে চিৎকার করে ওঠেন। এরপর দ্রুত চালক ট্রেনটি থামিয়ে দেন।রেল আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা করে দেখেন, চাকার সঙ্গে ব্রেকের সংঘর্ষে আগুন জ্বলেছে। তবে রেলের তরফ থেকে কোন ধরনের বড় বিপদ হয়নি এমনটা আশ্বাস দেওয়া হয়। ট্রেনটিকে ভালোভাবে পরীক্ষা করার পর গন্তব্যে পাঠিয়ে দেয়। তবে ওই ট্রেনের কারণে লোকাল ট্রেন গুলি দীর্ঘক্ষণ ধরে স্টেশনে দাঁড়িয়েছিল। শিয়ালদহ-হাসনাবাদ শাখায় বিলম্বিত হয় ট্রেন চলাচল।

শিয়ালদহ-লোকাল সকাল ৬.৪০ নাগাদ ছাড়ে। শিয়ালদহ থেকে হাসনাবাদ আসার পথে সন্ডালিয়া ও বেলিয়াঘাট স্টেশনের মাঝের জায়গায় যাত্রীদের নজরে পড়ে, দুই কামরার মাঝখানের কেবল থেকে আগুন জ্বলছে। যাত্রীমহলে আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। চিৎকার করে তাঁরা চালকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। ট্রেন চালক সন্ডালিয়া স্টেশনে ট্রেনটি ঢুকতেই থামিয়ে দেন রেল। যাত্রীরা মুহূর্তের মধ্যেই ট্রেন থেকে নেমে পড়েন। খবর পাঠানো হয় রেলে। আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা করেন। দেখা যায়, ময়লা জমে যাওয়ার কারণে ব্রেক ও কেবলের মাঝের ঘর্ষণের কারণে আগুনের ফুলকি দেখা গিয়েছে। তৎক্ষণাৎ প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়। তারপর ট্রেনটিকে গন্তব্যের দিকে ছাড়া হয়।

তবে এই ঘটনায় সাতসকালে তীব্র আতঙ্ক ছড়ায় সন্ডালিয়া স্টেশনে। ঘণ্টাখানেক ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। শেষমেশ নিরাপদেই ট্রেনটি হাসনাবাদ পৌঁছয়। ঘটনা নিয়ে রেলের তরফে বারবার বলা হচ্ছে, বিষয়টি এমন কিছু বিপদের নয়। তবে যাত্রীরা এনিয়ে অত্যন্ত উত্তেজিত। তাঁদের অভিযোগ, এমনটা হলে আতঙ্ক ছড়াবেই। কেন ট্রেনগুলিকে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয় না?