আজ এখন নিউজ ডেস্ক, 21 মার্চ: অবশেষে বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টে গাছ কাটার অভিযোগের সত্যতা প্রমাণিত হলো বনদপ্তরের এক অভিযানে। শুক্রবার পাইটকাপাড়া গ্রামে হানা দিয়ে বনদপ্তর ও পুলিশের যৌথ দল চোখে পড়ে অবাক করা চিত্র। বহু বাড়ি থেকে উদ্ধার হয়েছে কাটা গাছের অংশ, আসবাব তৈরির সরঞ্জাম এবং বিভিন্ন কাঠের পণ্যও।
এই অভিযানে উদ্ধার করা হয় গাছের বড় বড় লক, চেরাই কাঠ এবং আসবাবপত্র। এসব কাঠের বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা বলে অনুমান। অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই অবৈধ কার্যকলাপ চলছিল, যা নিয়ে প্রশাসন এতদিন উদাসীন ছিল বলে দাবি ওয়াকিবহাল মহলের।
উল্লেখ্য, পাইটকাপাড়া গ্রামে ছোট ছোট কাঠের কারখানার আদলে তৈরি কুটিরশিল্প বনদপ্তরের কর্মীদের হতবাক করেছে। এলাকা জুড়ে গাছ কাটার এমন সুপরিকল্পিত নেটওয়ার্ক কীভাবে তৈরি হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে অভিযানের পরেও গ্রেপ্তার হয়নি কেউ। অপরদিকে, বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।