রবিবারে রামনবমী, সেই উপলক্ষে বড় সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। সূত্রের খবর, রামনবমীতে বহু মানুষ মিছিলে যোগ দিতে পারেন। কিন্ত রবিবার মেট্রোর লাইনে বিশেষত গ্রিন লাইন-২ তে তো ট্রাফিক ব্লক হওয়ার কথা ছিল! তাই মেট্রোর বন্ধ থাকার কথা। বন্ধ থাকলেও সমস্যায় পড়বেন বহু যাত্রী। যাত্রীদের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৬ এপ্রিল মেট্রোল গ্রিন লাইন-২তে অর্থাৎ হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত রুটে ট্রাফিক ব্লক থাকছে না। তবে গ্রিন লাইন ১-তে মেট্রো চলবে না। রবিবার দুপুর ২টো ১৫ মিনিটে হাওড়া ময়দান থেকে মেট্রো ছাড়বে। একই সময়ে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের উদ্দেশ্যে রওনা দেবে মেট্রো। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড শেষ পরিষেবা পাওয়া যাবে সন্ধ্যা ৯টা ৪৫ মিনিটে। একই সময়ে এসপ্ল্যানেড থেকেও মিলবে শেষ মেট্রো উল্লেখ্য, ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ এখনও কিছুটা বাকি রয়েছে। এই রুটে দু’ভাগে চলছে মেট্রো। হাওড়া ময়দান থেকে এসপ্লানেড আর শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ। আগেই মেট্রোর তরফে ঘোষণা করা হয়েছিল ইস্ট-ওয়েস্ট করিডরে প্রযুক্তিগত কিছু পরীক্ষা নিরীক্ষা চলবে। ফলে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত গ্রিন লাইন ১ ও গ্রিন লাইন ২-তে রবিবার পরিষেবা বন্ধ থাকবে। কিন্তু চলতি সপ্তাহে রবিবার রামনবমীর কারণে গ্রিন লাইন ২ অর্থাত্ ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পাওয়া ব্লকের সিদ্ধান্ত বাতিল করল মেট্রো কর্তৃপক্ষ।