কুম্ভমেলায় শাহরুখ-সলমনের স্নান! শোরগোল নেটদুনিয়ায়

আজ এখন নিউজ ডেস্ক, 21 জানুয়ারি: ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া মহাকুম্ভ মেলায় এবার নেট দুনিয়ায় ভাইরাল কিছু ছবি নিয়ে চরম শোরগোল। এসব ছবিতে দেখা যাচ্ছে শাহরুখ খান, সলমন খান, আল্লু অর্জুন, করিনা কাপুরসহ আরও অনেক তারকা কুম্ভমেলায় স্নান করছেন। কিন্তু বাস্তবে এসব ছবির কোনো সত্যতা নেই। AI প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এই ছবিগুলো। ছবিগুলিতে কেউ সন্ন্যাসীর মতো পোশাক পরে স্নান করছেন, আবার কেউ সন্ন্যাসিনী রূপে ধরা দিয়েছেন।

এতটাই নিখুঁত ও সুন্দর এই ছবিগুলি, যা দেখে প্রথমে সত্যি মনে হলেও খতিয়ে দেখলে বোঝা যায়, এগুলি কল্পনার ফসল। AI-র সাহায্যে তৈরি এই ছবিগুলি যেমন অবাস্তব, তেমনই মুগ্ধকর। সিনেমার মতো এই ফ্রেমগুলো এখন নেট দুনিয়ার আলোচনার কেন্দ্রে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, মহাকুম্ভ মেলায় এবার ৪০ থেকে ৪৫ কোটি পর্যটকের আগমন হতে পারে। সুরক্ষার ব্যবস্থা জোরদার করা হলেও এমন তারকাদের দেখা মেলেনি। তবু প্রিয় তারকাদের এই কল্পনাপ্রসূত ছবি দেখে মুগ্ধ অনুরাগীরা। নেটিজেনরা ছবিগুলি শেয়ার করছেন ব্যাপকভাবে।