শাহরুখ ফিরিয়ে দিলেন ‘চামুণ্ডা’! কারণ জানলে অবাক হবেন আপনিও

আজ এখন নিউজ ডেস্ক, 13 জানুয়ারি: বলিউডে হইচই ফেলে দিয়ে শাহরুখ খান ফিরিয়ে দিলেন বিগ বাজেট হরর-কমেডি ছবি ‘চামুণ্ডা’র প্রস্তাব। ম্যাডক ফিল্মসের প্রযোজক দীনেশ বিজান এবং পরিচালক অমর কৌশিক কিং খানকে এই ছবির মুখ্য চরিত্রে চেয়েছিলেন। কিন্তু শাহরুখ জানান, তিনি এমন ছবিতে কাজ করতে চান যেখানে অভিনয়ের নতুনত্ব ও চ্যালেঞ্জ থাকবে। এই কারণে তিনি ‘চামুণ্ডা’-তে যুক্ত হতে আগ্রহী নন।

অন্যদিকে, আলিয়া ভাট এই ছবিতে কাজ করতে বেশ উৎসাহী। অতিপ্রাকৃত থ্রিলার ও হরর-কমেডি ঘরানায় ইতিমধ্যেই নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি। নির্মাতারা মনে করছেন, এই ছবিতে আলিয়ার উপস্থিতি ছবির প্রতি দর্শকদের আগ্রহ বাড়াবে। শাহরুখের সিদ্ধান্তে ‘চামুণ্ডা’র নির্মাতারা এখন নতুন অভিনেতার সন্ধানে। তবে কিং খানের ভক্তরা আশাবাদী, ভবিষ্যতে এমনই কোনো নতুন ঘরানার ছবিতে শাহরুখ আবার তাঁদের মুগ্ধ করবেন। তাঁর বেছে নেওয়ার ধরণই প্রমাণ করে কেন তিনি বলিউডের চিরকালীন বাদশা!

16:10