সাকিবের বোলিং অ্যাকশন বৈধ, ক্রিকেটে ফেরার পথে সবুজ সংকেত

আজ এখন নিউজ ডেস্ক, 20 মার্চ: অবশেষে বাংলাদেশ ক্রিকেটের জন্য দুঃসময় পেরিয়ে আসার ইঙ্গিত মিলেছে। অবসরের ঘোষণা করেছেন মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর হতাশায় নিমজ্জিত ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এসেছেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ করে তাঁর বোলিং অ্যাকশন এখন আইসিসি কর্তৃক বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

২০২৪ সালের ডিসেম্বর থেকে বোলিং নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে ছিলেন সাকিব। তাঁর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে ২০২৩ সালে, যখন তিনি সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলছিলেন। এরপর ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাঁকে সব ধরনের ক্রিকেটে বোলিং থেকে সাসপেন্ড করে। বার্মিংহামের লাফবোরো ইউনিভার্সিটি ও চেন্নাইয়ে পরীক্ষা দিয়েও ব্যর্থ হন সাকিব। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাঁর জায়গা হয়নি।

তবে ২০২৫ সালের ৯ মার্চ লাফবোরোতে অনুষ্ঠিত বোলিং পরীক্ষার ফল প্রকাশ্যে আসার পর জানা যায়, তাঁর লেফট-আর্ম বোলিং অ্যাকশন এখন বৈধ। শেষ পরীক্ষায় প্রায় ২২টি বল করেছেন সাকিব, যার মধ্যে দু-একটি ছাড়া সব বলই আইনসঙ্গত ছিল। এর ফলে আন্তর্জাতিক ও ঘরোয়া সব ধরনের ক্রিকেটে বল করার ছাড়পত্র পেলেন তিনি।

জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিলেও ওয়ানডে দলে ফেরার সম্ভাবনা উজ্জ্বল হলো সাকিবের। সাম্প্রতিক ব্যর্থতা ও কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া সাকিব এবার নতুন উদ্যমে ফেরার অপেক্ষায়। বাংলাদেশ ক্রিকেটের সমর্থকরা তাঁর প্রত্যাবর্তনে আশার আলো দেখতে পাচ্ছেন।