আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,২ মার্চ: এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অশান্তির রণক্ষেত্রের মতো। একদিকে চলছে শিক্ষা মন্ত্রীর ওপর হাম, আর অন্যদিকে সামলাতে হচ্ছে আহত ছাত্রছাত্রীদের। এই দুই দিক সামলাতে গিয়ে তিনি আরও আক্রান্ত হয়েছেন। জামা ছিড়ে দেওয়া হয়েছে, এবং ধাক্কাধাক্কিও হয়েছে একটু আধটু। ফলে যাদবপুর বিশ্ববিদ্যালয় উপাচার্য ভাস্কর গুপ্ত সাময়িক সময়ের জন্য অসুস্থ হয়ে পড়েন। গতকাল অশান্তির মাঝে তাঁর রক্তচাপও যথেষ্ট বেড়েছে। আপাতত বিশ্রামে রয়েছেন।
সূত্রের খবর, ভাস্কর গুপ্ত আগের থেকে এখন অনেকটাই সুস্থ। তবে এই গোটা ঘটনা কীভাবে দেখছেন? সেই প্রশ্ন শুনে হাসি মুখে বলছেন, ”দেখুন শিক্ষার পরিবেশ তো নষ্ট হচ্ছেই। তবে আমি নৈরাশ্যবাদী নই। এই বিশ্ববিদ্যালয়ে অনেক পরিস্থিতি, অনেক জটিলতার মধ্যে দিয়ে গিয়েছে। উপাচার্যদের উপরও তার প্রভাব পড়েছে। কিন্তু শেষপর্যন্ত আমি আশাবাদী। আবার বিশ্ববিদ্যালয় আগের গৌরব ফিরে পাবে।”