আজ এখন নিউজ ডেস্ক, 19 জানুয়ারি: অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য ভারতীয় দল ঘোষণা করলেন অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান নির্বাচক অজিত আগরকর। চোট কাটিয়ে ফিরেছেন মহম্মদ শামি। যদিও জশপ্রীত বুমরাহর খেলা নিয়ে এখনও বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের সিদ্ধান্ত অপেক্ষমান।
১৯ ফেব্রুয়ারি শুরু হতে চলা টুর্নামেন্টে রোহিতের নেতৃত্বে খেলবে ১৫ সদস্যের ভারতীয় দল। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ছন্দহীন শুভমান গিল। এই সিদ্ধান্তে তাঁর প্রথম একাদশে থাকা প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। ওপেনিংয়ে রোহিত-বিরাট-গিলের ত্রিফলা জুটি দেখা যাবে।
মাঝের সারিতে রয়েছে শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ও ঋষভ পন্থ। অলরাউন্ডার হিসেবে ভরসা হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দরের উপর। গ্রুপ এ-তে ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে।অপরদিকে, পাকিস্তানের সঙ্গে মহারণ ২৩ ফেব্রুয়ারি। ভারতের সাফল্যের লক্ষ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে উত্তেজনা তুঙ্গে।