কুয়াশার চাদরে ঢাকা সিদুলি স্টেশন: মালগাড়ির ধাক্কায় বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

আজ এখন নিউজ ডেস্ক, 22 ডিসেম্বর: আজ সকালেই পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের সিদুলি স্টেশনের কাছে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। একটি মালগাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার। মৃতার নাম ও পরিচয় এখনও জানা যায়নি।প্রত্যক্ষদর্শীদের মতে, প্রবল কুয়াশার কারণে বৃদ্ধা মালগাড়িটি লক্ষ্য করতে পারেননি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কুয়াশার ঘনত্বই এই দুর্ঘটনার মূল কারণ।

সেখানে উপস্থিত প্রত্যক্ষদর্শী মুকেশ বাবু এই প্রসঙ্গে জানান, “ওই দিক থেকে মালগাড়ি আসছিল। ঘন কুয়াশার কারণে বৃদ্ধা সেটি দেখতে পাননি। ফলে এমন হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটল। বৃদ্ধার আনুমানিক বয়স পঞ্চান্ন থেকে ষাট বছরের মধ্যে।” পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করেছে এবং মৃতের পরিচয় জানার চেষ্টা করছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।