দার্জিলিঙে তুষারপাতের পূর্বাভাস! শীতের আমেজ কেমন থাকবে আবহাওয়া?

আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার, ১০ ফেব্রুয়ারি: শীত এবার বিদায়বেলায় এসেও চমক দিয়ে যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ডিমের পরশ এখনো পর্যন্ত পুরোপুরি যায়নি। আগামী একদিনের মধ্যে দার্জিলিং ও কালিম্পং বেশ তুষারপাত ও বৃষ্টি হতে পারে। এখন পাহাড়বাসীরাও সেই দিকেই তাকিয়ে আছে। যদি এই গরমের মরসুমে শুরুর দিকে একটু বরফ পাওয়া যায় সেই আশায়। হাওয়া অফিসের পূর্বাভাস, এই সপ্তাহে শীতের লুকোচুরি খেলা চলবে অর্থাৎ পারদের ওঠানামা লেগেই থাকবে। এই মাসের মাঝের দিক থেকে শুরু হবে শীত বিদায়ের পর্ব। শীতের আমেজের দোসর হতে চলেছে ঘন কুয়াশা।

হাওয়া অফিস সূত্রে খবর, দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায় আগামী ২৪ ঘণ্টার বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে। কুয়াশা সম্ভাবনা উত্তরবঙ্গের চারটি জেলায় আজ থেকে শুরু হয়ে যাবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় কুয়াশা থাকবে। বাকি জেলাতে হালকা কুয়াশা। আবহাওয়ার তাপমাত্রা আগামী পাঁচ দিন খুব একটা পরিবর্তন থাকবে না।সোমবার দিন ও রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের কিছুটা নিচে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার অর্থাৎ সপ্তাহের মধ্যভাগে উষ্ণতার পারদ চড়তে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বাড়বে কুয়াশার সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় খুব সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

হাওয়া অফিস জানাচ্ছে, রাজস্থানে রয়েছে ঘূর্ণাবর্ত। উত্তরপূর্ব বাংলাদেশে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। এছাড়াও জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে। কলকাতায় সোমবার তাপমাত্রা ছুঁয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের চেয়ে কম। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৪ থেকে ৯৪ শতাংশ। তবে মঙ্গলবার থেকে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা।