সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে থাকছেন কোন নায়ক?ডোনার চরিত্রে চমক

আজ এখন নিউজ ডেস্ক, 21 ফেব্রুয়ারি: বায়োপিকের জোয়ারে মেতে উঠেছে বলিউড। মহেন্দ্র সিং ধোনি থেকে কপিল দেব, ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি চরিত্রগুলো বড় পর্দায় উপস্থাপিত হয়েছে সাফল্যের সঙ্গে। সেই ধারাবাহিকতায় এবার আসছে ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। বছর কয়েক আগেই এই প্রকল্পের ঘোষণা হয়েছিল। তবে দীর্ঘদিন ধরেই অপেক্ষা ছিল এক প্রশ্নের—‘দাদা’র ভূমিকায় কে অভিনয় করবেন? অবশেষে সেই জল্পনার অবসান ঘটালেন খোদ সৌরভ।

সম্প্রতি বর্ধমানের এক অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, তাঁর চরিত্রে অভিনয় করতে পারেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও। সৌরভ বলেন, “বায়োপিকের কাজ চলছে। ছবিটি মুক্তি পেতে আরও প্রায় এক বছর সময় লাগবে। যতদূর জানি, রাজকুমার রাও মূল চরিত্রে অভিনয় করছেন। তবে শিডিউল সমস্যার কারণে পরিবর্তনও হতে পারে।”

রাজকুমার রাওয়ের সঙ্গে সৌরভের পছন্দের বিষয়টিও প্রকাশ্যে এসেছে। দাদার মতে, রাজকুমার একজন অসাধারণ অভিনেতা। তাঁর অভিনয়ের প্রতি মুগ্ধতা ব্যক্ত করেছেন তিনি। এদিকে, বাঙালির জামাই হিসেবে রাজকুমারের সঙ্গে বাংলার যোগসূত্রও বেশ গভীর। বাংলার কন্যা পত্রলেখাকে বিয়ে করে তিনি ইতিমধ্যেই বাঙালি সংস্কৃতি ও ভাষার ঘনিষ্ঠ হয়েছেন। এক সাক্ষাৎকারে ফুচকাকে ‘গোলগাপ্পা’র চেয়ে বেশি পছন্দের কথাও অকপটে স্বীকার করেছিলেন তিনি।

যদিও সৌরভের বায়োপিকে রাজকুমারের নাম শোনা গেলেও, ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে কে থাকবেন তা নিয়ে রহস্য জিইয়ে রেখেছেন দাদা। মজার ছলে তিনি বলেন, “ওটা বেশ জটিল চরিত্র। অনেক অপশন রয়েছে।” ফলে এই চরিত্রে কোন অভিনেত্রীকে দেখা যাবে, তা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে। উল্লেখ্য, এর আগে এই ছবিতে রণবীর কাপুর ও আয়ুষ্মান খুরানার নাম শোনা গিয়েছিল। তবে দাদার ভূমিকায় রাজকুমার রাওকেই দেখতে প্রস্তুত ভক্তরা। এখন অপেক্ষা সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনের এই রূপান্তরকথা কেমনভাবে পর্দায় উঠে আসে।