বড়দিনে কলকাতা মেট্রোর বিশেষ পরিষেবা: কত রাত পর্যন্ত চলবে মেট্রো?

আজ এখন নিউজ ডেস্ক, 24 ডিসেম্বর: বড়দিন মানেই আলোর রোশনাই, কেকের গন্ধ, আর উপচে পড়া ভিড়। মধ্য কলকাতার পার্ক স্ট্রিট, ধর্মতলা, ময়দান চত্বর যেন এক টুকরো উৎসবের মেজাজে মেতে ওঠে। আট থেকে আশি— সকলেই এই বিশেষ দিনটি উদযাপন করতে ভিড় জমান কলকাতার এই কেন্দ্রস্থলে। ভিড় সামলাতে প্রস্তুত কলকাতা পুলিশ। তবে শহরের মানুষের সবচেয়ে বড় ভরসা পাতালপথ, অর্থাৎ কলকাতা মেট্রো।

এবার সেই মেট্রোর পরিষেবা আরও দীর্ঘায়িত করা হয়েছে বড়দিন উপলক্ষে। কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়। এই মেট্রো পৌঁছাবে দমদম স্টেশনে। বিপরীত দিকে দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫৩ মিনিটে। অর্থাৎ, পার্ক স্ট্রিট বা ধর্মতলা থেকে রাত সাড়ে ১১টার পরেও মেট্রোতে ওঠা যাবে।

দুপুর থেকে থাকছে বিশেষ ব্যবস্থা:

দুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রো চলবে মাত্র ৭ মিনিট অন্তর। সাধারণত এই সময়ের চাপ সামলাতে মেট্রো এই ধরনের ব্যবস্থা নেয়। তবে বড়দিনে ভিড়ের কথা মাথায় রেখে এই পরিষেবা আরও মসৃণ করা হয়েছে। দিনের অন্যান্য সময়ে মেট্রো চলবে পুরনো সূচি মেনেই।

প্রথম মেট্রো:

বড়দিন হলেও, ভোর ৬টা ৫০ মিনিটেই ছাড়বে প্রথম মেট্রো। কারণ, এই দিন সকালে বিভিন্ন প্রান্তে ঘুরতে বেরিয়ে পড়েন মানুষ। সকাল থেকেই মেট্রো পরিষেবায় থাকছে কোনও বাধা-বিঘ্নহীন যাত্রা।
পার্ক স্ট্রিট, ধর্মতলা, এবং ময়দানের জমজমাট ভিড়কে সামাল দিতে বড়দিনে চালানো হবে অতিরিক্ত ট্রেনও। কলকাতা মেট্রোর এই উদ্যোগে যাত্রীরা আরও সহজে এবং নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবেন।