বেসরকারি স্কুলে লাগামছাড়া ফি রুখতে রাজ্য সরকার! জানালেন ব্রাত্য বসু

আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,১১ মার্চ: স্কুল স্টুডেন্টদের অভিভাবকদের অভিযোগ, লাগামহীনভাবে প্রায়শই বেসরকারিস্কুলগুলি ফি বাড়ানো হয়। যার জেরে চিন্তার ভাঁজ পড়ে প্রত্যেকটা মধ্যবিত্ত বাবা-মায়ের কপালে। সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে কোন মা বাবাই ত্রুটি রাখেনা, যার জন্য পকেটের উপর চাপ সামলেও প্রাণান্তকর প্রচেষ্টা থাকে তাঁদের। এই লাগামছাড়া ফি বৃদ্ধি রুখবে এমনটাই জানান রাজ্য সরকার। অতিসত্বর বিধানসভায় বিল আনা হবে। মঙ্গলবার বিধানসভায় এ কথা জানালেন ব্রাত্য বসু।

গতকাল বিধানসভায় দ্বিতীয় ভাগের অধিবেশন চলছিল। এবং২০ তারিখ পর্যন্ত এই অধিবেশন চলবে। মঙ্গলবার অধিবেশন চলাকালীন বিজেপির এক বিধায়ক বেসরকারি স্কুলগুলির লাগামছাড়া ফি বৃদ্ধির বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করে সরকারের পদক্ষেপের কথা জানতে চান। শিক্ষামন্ত্রী তার জবাবে বলেন, স্কুলের ফি বৃদ্ধি, অভিভাবকদের উপর চাপ থেকে শুরু করে নানা অভিযোগ আসছে সরকারের কাছেও। ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে ভাবছেন তারা। তবে আগামী দিনে সরকার এই ফি রুখতে একটি বিল আনতে চলেছে, এমনটাই জানান ব্রাত্য বসু। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ব্রাত্যর এই বক্তব্যকে সমর্থন জানান। স্বাস্থ্য কমিশনের ধাঁচে বেসরকারি স্কুলগুলির ফি নিয়ন্ত্রণে তৈরি হবে একটি কমিশন। উচ্চহারে ফি বৃদ্ধি সংক্রান্ত সমস্যার সমাধান হবে কমিশনের মাধ্যমে।

যদিও এই প্রথম নয়। এর আগে, ২০২৩ সালে অনুমোদনক্রমে ‘ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট স্কুল রেগুলেটরি কমিশন’ তৈরির তোড়জোড় করেছিল রাজ্য মন্ত্রিসভা। এই কমিশনে ১১ সদস্যের থাকার কথা। এঁরা হলেন স্কুল শিক্ষা কমিশনার, প্রাথমিক শিক্ষা পর্ষদ, মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চশিক্ষা সংসদের সভাপতি, শিক্ষামন্ত্রী মনোনীত দু’জন শিক্ষাবিদ। এছাড়া সিবিএসই এবং আইসিএসই বোর্ডের প্রতিনিধিদেরও থাকার কথা এই কমিশনে। তবে গত ২ বছরে সেই কাজ এগোয়নি। তাই এবার ফের মধ্যবিত্তের উপর ফি বৃদ্ধির বোঝা কমাতে কমিশন গঠনের পরিকল্পনা নিল রাজ্য সরকার।