সারা কলকাতা জুড়ে ৮জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা! কবে কাটবে দুর্যোগ?

আজ এখন,দেবপ্রিয়া কর্মকার,২২ মার্চ: আজ সকাল থেকেই আকাশ কালো করে আছে। মেঘ জমাট বেঁধে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায় শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে কলকাতা সহ রাজ্যের আটটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি।  শিলাবৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গেও বাড়বে দুর্যোগ।

হাওয়া অফিস জানিয়েছে, শনিবার বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এই সাত জেলায় ঝড়-বৃষ্টির বেশি সম্ভাবনা। শিলাবৃষ্টির পূর্বাভাস ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসের সঙ্গে রয়েছে। কলকাতায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বলে পূর্বাভাস। তবে আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত হবে। সোমবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে বলে জানিয়ে আবহাওয়া দপ্তর।

দক্ষিণবঙ্গের পাশাপাশি শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। মালদহ, দক্ষিণ দিনাজপুর ও আলিপুরদুয়ার এই তিন জেলাতে শিলাবৃষ্টি-সহ দুর্যোগপূর্ণ আবহাওয়ার আগাম সতর্কতা জারি করা হয়েছে। রবিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।