আজ এখন নিউজ ডেস্ক, 11 ফেব্রুয়ারি: মুরগির মাংস খাওয়ার অভ্যাস অনেকেরই থাকলেও, সাম্প্রতিক এক ভাইরাস সংক্রমণ সেই স্বাভাবিক অভ্যাসে বড়সড় প্রভাব ফেলেছে। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় রহস্যময় ভাইরাস ছড়িয়ে পড়ার ফলে মুরগির মৃত্যু বাড়ছে। কেন্দ্রীয় সরকার সতর্কতা জারি করেছে এবং রাজ্য সরকারগুলিকে তৎপর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে।
শেষ কয়েকদিনে উল্লেখযোগ্য সংখ্যক মুরগি মারা যাওয়ার ঘটনা সামনে এসেছে। ভাইরাসটি এত দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে যে মহারাষ্ট্র ও ছত্তিসগড়েও তার উপস্থিতি ধরা পড়েছে। মুরগির মাংসের চাহিদা এক ধাক্কায় কমে গিয়েছে, ফলে দাম কমলেও মানুষ এই মাংস কেনা থেকে বিরত থাকছেন।
এই পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকার ও সংশ্লিষ্ট রাজ্যগুলির প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। তেলেঙ্গানার পশুপালন দফতর নির্দেশ দিয়েছে, পোলট্রি খামারগুলিতে কঠোর জীবাণুনিরাপত্তা বজায় রাখতে। ভাইরাসে আক্রান্ত মুরগিকে নিষ্ঠার সঙ্গে মাটিতে পুঁতে ফেলার এবং পরিবহনের সময় বিশেষ সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
মরা মুরগি বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সাধারণ মানুষের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করে বলা হয়েছে, মুরগির মাংস খাওয়ার আগে ভালোভাবে রান্না করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সংক্রমণের এই বিস্তার পোলট্রি শিল্পের জন্য বড়সড় আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। ডিম উৎপাদন কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। কেন্দ্রীয় সরকার প্রতিটি রাজ্যকে ভাইরাস নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নিতে বলেছে, যাতে দ্রুত এই সংকট কাটিয়ে ওঠা যায়।