সাইবার অপরাধ রোধে কড়া পদক্ষেপ: অভিযোগের জন্য বাধ্যতামূলক কেন্দ্রীয় পোর্টাল

আজ এখন নিউজ ডেস্ক, 5 জানুয়ারি: সাইবার অপরাধের নতুন নতুন কৌশলে প্রতিদিনই ফাঁদ পেতে বসছে প্রতারকরা। অসচেতন সাধারণ মানুষ সেই ফাঁদে পা দিয়ে হারাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঞ্চয়। এরপর দিশাহীন হয়ে পুলিশের দ্বারস্থ হলেও, প্রতারণার অর্থ ফেরত পাওয়া অনেক ক্ষেত্রেই অসম্ভব হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার উদ্যোগ শুরু করেছে লালবাজার।

নতুন নির্দেশিকা অনুযায়ী, সাইবার প্রতারণার শিকার হলে শুধু পুলিশের কাছে অভিযোগ জানালেই চলবে না, একই সঙ্গে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল (NCRP)-এ অভিযোগ দায়ের করা বাধ্যতামূলক করা হয়েছে। লালবাজারের পক্ষ থেকে কলকাতার প্রতিটি থানা এবং সাইবার থানাকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

কেন NCRP-তে অভিযোগ করা জরুরি?

এই পোর্টালে অভিযোগ জানালে তা জাতীয় পর্যায়ে রেকর্ড থাকবে। এর ফলে অপরাধীরা একই কৌশলে দ্বিতীয়বার কাউকে প্রতারিত করতে পারবে না। এছাড়া, কেন্দ্রীয় পোর্টালে অভিযোগ নথিভুক্ত হলে প্রতারণার অর্থ পুনরুদ্ধার করাও সহজ হবে। লালবাজার সূত্রে খবর, অনেক ক্ষেত্রেই কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে অভিযুক্তদের চিহ্নিত করে অর্থ ফেরত দেওয়া সম্ভব হয়েছে।

সাইবার প্রতারণার ক্ষেত্রে কী কী করণীয়?

সাইবার অপরাধীদের হাত থেকে রক্ষা পেতে পুলিশের যে যে পরামর্শগুলি মেনে চলতে হবে:

  1. প্রমাণ সংরক্ষণ করুন: প্রতারণার লিংক, স্ক্রিনশট বা সন্দেহজনক পোস্টের ছবি তুলে রাখুন।
  2. ওটিপি গোপন রাখুন: কোনও পরিস্থিতিতেই অন্যের সঙ্গে ওটিপি শেয়ার করবেন না।
  3. পরিচয়পত্র জমা দিন: অভিযোগ জানানোর সময় নিজের পরিচয়পত্র জমা রাখতে হবে।
  4. প্রলোভন এড়ান: কোনও অর্থ বা সুবিধার প্রলোভনে পা দেবেন না।

পোর্টালে অভিযোগ করতে যাতে কেউ সমস্যায় না পড়েন, সেজন্য পুলিশ অফিসাররাই অভিযোগকারীদের সাহায্য করবেন। কলকাতা পুলিশের ওয়েবসাইটে NCRP পোর্টালের লিঙ্ক দেওয়া থাকবে, যার মাধ্যমে সরাসরি অভিযোগ দায়ের করা যাবে। পাশাপাশি, সাইবার অপরাধের লাগাম টানতে কলকাতা পুলিশ মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সচেতনতা প্রচার শুরু করেছে। আশা করা হচ্ছে, এই নতুন পদক্ষেপ সাইবার অপরাধীদের কার্যক্রমে লাগাম টানতে সহায়ক হবে এবং প্রতারণার শিকার ব্যক্তিরা দ্রুত সুরাহা পাবেন।