এপ্রিল থেকে কড়া নজরদারি, বৈধ লাইসেন্স ছাড়া ব্যবসায় কলকাতা পুলিশ

আজ এখন নিউজ ডেস্ক, 18 মার্চ: এপ্রিলের প্রথম দিন থেকেই কলকাতায় বৈধ পুলিশ লাইসেন্স ছাড়া ব্যবসা চালানোয় কড়া পদক্ষেপ নেবে পুলিশ। শহরের সব ধরনের খাদ্যসামগ্রী বিক্রেতা, চায়ের দোকান, পান-সিগারেটের দোকান, হোটেল এবং পানশালার মালিকদের পুলিশ লাইসেন্স বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। এই মর্মে কলকাতা পুলিশের পক্ষ থেকে ব্যবসায়ীদের সতর্ক করেছেন পুলিশ কমিশনার।

লাইসেন্স আবেদন প্রক্রিয়াকে সহজ করতে কলকাতা পুলিশের ‘বন্ধু অ্যাপ’-এর মাধ্যমে অনলাইনে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। লালবাজার সূত্রে জানা গিয়েছে, অনেক ব্যবসায়ীই এই নিয়ম সম্পর্কে অজ্ঞ ছিলেন। তাঁরা মনে করতেন ট্রেড লাইসেন্স এবং ফুড লাইসেন্স থাকলেই যথেষ্ট। কিন্তু পুলিশ লাইসেন্স ছাড়া ব্যবসা চালালে তা আইন লঙ্ঘনের শামিল।

গত কয়েক মাস ধরে শহরের বিভিন্ন বাজার ও ব্যবসায়িক অঞ্চলে অভিযান চালিয়ে পুলিশ এই বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করছে। স্থানীয় বাজার কমিটি ও ব্যবসায়ী সংগঠনগুলির সঙ্গে পুলিশ বৈঠক করেছে এবং লাইসেন্সের প্রয়োজনীয়তা বোঝানোর চেষ্টা করেছে। লালবাজারের রিপোর্ট অনুযায়ী, এই অভিযান সফল হয়েছে। শুধুমাত্র উত্তর কলকাতাতেই গত এক বছরে ৮০০টি নতুন পুলিশ লাইসেন্স ইস্যু করা হয়েছে।