আজ এখন নিউজ ডেস্ক, 31 ডিসেম্বর: আলিপুর চিড়িয়াখানার পশু হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে সুস্থ রয়েছে বাঘিনী জিনাত। যদিও তাঁর খাওয়ার প্রতি অনীহা লক্ষ্য করা গেছে, চিকিৎসকরা জানিয়েছেন এটি উদ্বেগজনক নয়। জিনাত দীর্ঘ ৯ দিন ধরে এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছে। এই ক্লান্তির কারণেই তাঁর খাবারের প্রতি এমন উদাসীনতা।
গতকালই জিনাতের জন্য বিশেষ তিন সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। তাঁরা জিনাতের শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করছেন। এছাড়া, ওড়িশা থেকে একটি বিশেষজ্ঞ দল কলকাতায় এসেছেন, যারা পশ্চিমবঙ্গ ও ওড়িশা প্রশাসনের যৌথ তত্ত্বাবধানে জিনাতের চিকিৎসা এবং নিরাপত্তা নিশ্চিত করছেন।
চিকিৎসকদের মতে, পরবর্তী ৭-৮ দিন জিনাত পর্যবেক্ষণে থাকবে। এই পর্যবেক্ষণের পর তাঁকে আবার তাঁর মূল বাসস্থান ওড়িশার সিমলিপাল জঙ্গলে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। বাঘিনী জিনাতের স্বাস্থ্যের প্রতি নজর রাখতে প্রশাসন ও চিকিৎসকরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন। সাধারণ মানুষের জন্যও এটি বড়ো এক স্বস্তির খবর।
উল্লেখ্য, বাঘিনীকে আটক করার জন্য গত কয়েকদিন ধরে অভিযান চালাচ্ছিল বনদপ্তর। শনিবার থেকে একাধিকবার ঘুমপাড়ানি গুলি ছোঁড়া হলেও জিনাত বারবার পালিয়ে যাচ্ছিল। তার চতুরতার কারণে অভিযান বেশ কঠিন হয়ে পড়েছিল। তবে রবিবার বিকেলে গুলিটি সঠিকভাবে লক্ষ্যভেদ করায় শেষমেশ তাকে আটক করা সম্ভব হয়। স্থানীয় মানুষদের আতঙ্কে রেখে কয়েকদিন ধরে জঙ্গল চষে বেড়াচ্ছিল বাঘিনীটি।