আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার, ১৭ জানুয়ারি: মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় প্রতিদিনই জেলের মধ্যে থেকে পার্থ চট্টোপাধ্যায় তার সাথে কথোপকথন চালিয়ে গেছেন। এমনটাই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি। পার্থকে মঙ্গলবার সরাসরি এই বিষয়ে প্রশ্ন করা হয়। তার উত্তরে তিনি বলেন, “পাগলে কি না বলে, ছাগলে কি না খায়!”
কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী জেলের পরিকাঠামো নিয়ে এই বিস্ফোরক দাবি করেছিলেন যে, সংশোধনাগারে বসেও অপরাধীরা অপরাধের সঙ্গে যুক্ত আছেন। এবং এই সময় শুভেন্দু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পার্থ জেলে বসেই নিয়মিত যোগাযোগ রাখছেন। সেই কারণে পার্থ নাকি নিজের পছন্দের খাবার জেলে বসেই পেয়ে যাচ্ছে। সেই কারণেই নাকি পার্থ জেলে বসেও পছন্দের খাবার পান বলে দাবি করেন তিনি। এবং পার্থ রীতি মতন এই অভিযোগ মিথ্যে বলে হাওয়ায় উড়িয়ে দিয়েছেন।
উল্লেখ্য, ২০২২ সালের ২২ জুলাই পার্থের বাড়িতে ম্যারাথন তল্লাশির পর গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। শিক্ষামন্ত্রী থাকাকালীন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তিনি জড়িয়ে পড়েন বলেই অভিযোগ ওঠে। গ্রেপ্তার হওয়ার ১৩ মাস পর কলকাতা হাই কোর্টে জামিনের আবেদন করেন পার্থ। কিন্তু লাভ হয়নি। পরবর্তীতে গত অক্টোবরে জামিনের জন্য শীর্ষ আদালতের দ্বারস্থ হন তিনি। ইডির মামলায় ইতিমধ্যেই শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন পার্থ। কিন্তু শর্তপূরণ না হওয়ায় জামিনের নির্দেশ বলবৎ হয়নি।