হঠাৎই বঙ্গের আকাশে দুর্যোগের ছায়া! উত্তরে আর দক্ষিণা কালবৈশাখী

আজ এখন,দেবপ্রিয়া কর্মকার,২০ মার্চ: আজ সকাল থেকে বঙ্গে হাওয়া বদল হয়েছে। এমন ভরা বসন্তের সময় আকাশের মুখ ভার। রাজ্য়জুড়ে দুর্যোগের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে রবিবার আর শুক্রবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে দুর্যোগ পর্ন আবহাওয়া চলবে, এমনটাই জানান হাওয়া অফিস। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে রাজ্যের দুই প্রান্তে বিকেল বা সন্ধ্যার দিকে, শিলাবৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দাপট দেখাতে পারে কালবৈশাখীও। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-শিলাবৃষ্টির পূর্বাভাসও রয়েছে।

একটি ঘূর্ণবাত্ত সক্রিয় হয়েছে অসমে। তার সঙ্গে অক্ষরেখার দাপট দেখা যাচ্ছে। ছত্রিশগড় থেকে কর্ণাটক পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। এটি তেলেঙ্গানার উপর দিয়ে গিয়েছে। অন্য অক্ষরেখাটি কর্ণাটক থেকে কেরল পর্যন্ত বিস্তৃত। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।

আজ, বৃহস্পতিবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমানে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সব জেলাতেই। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও হুগলি-এই পাঁচ জেলাতে। সব জেলাতেই ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে।

শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমানে। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলি-এই ছয় জেলাতে। ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে সব জেলাতেই দমকা ঝড়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে।

শনিবার বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রবিবার দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতায় বৃহস্পতিবার বিকেল বা রাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের বেগ বাড়বে শুক্রবার। শনিবারেও কলকাতাতে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেল ও সন্ধ্যার দিকে। ফলে আইপিএলের উদ্বোধনী ম্যাচ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।