বেহালার বাড়িকেই ঘাঁটি করতে হবে ‘কালীঘাটের কাকু’ কে! জামিনে মুক্তি পেলেও মিলছে না অনুমতি

আজ এখন নিউজ ডেস্ক, 20 ফেব্রুয়ারি: প্রাথমিক শিক্ষার নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত ‘কালীঘাটের কাকু‘ নামে পরিচিত, ‘সুজয়কৃষ্ণ ভদ্র‘ বিচার ভবনের সিবিআই বিশেষ আদালত থেকে চূড়ান্ত জামিন পেয়েছেন। এর আগে কলকাতা হাই কোর্ট গত বছরের ৬ ডিসেম্বর ইডির মামলায় শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছিল। তবে সিবিআইয়ের মামলায় জেল হেফাজতে থাকার কারণে সুজয়কৃষ্ণ সেসময় চূড়ান্ত জামিনের আবেদন করেননি।

সর্বশেষ হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, বেহালার নিজ বাসভবনে থাকতে হবে সুজয়কৃষ্ণকে। যেখানে সিবিআই নজরদারি চালাবে। তাঁর বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা মোতায়েন করা হবে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। আদালতের শর্ত অনুসারে, শুধুমাত্র আইনজীবী, ডাক্তার এবং নিকটাত্মীয় ছাড়া কারও সঙ্গে তিনি যোগাযোগ করতে পারবেন না। এছাড়া, প্রতি সপ্তাহে বেহালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে দেখা করা বাধ্যতামূলক।

সুজয়কৃষ্ণের আইনজীবী সোমনাথ সান্যাল জানিয়েছেন, আদালতের নির্দেশ অনুযায়ী অভিযুক্তের দু’টি মোবাইল নম্বর সিবিআইকে জমা দেওয়া হয়েছে এবং তাঁর পাসপোর্ট আদালতের হেফাজতে রাখা হয়েছে। চিকিৎসার প্রয়োজনে সুজয়কৃষ্ণ নির্দিষ্ট দু’টি বেসরকারি হাসপাতালে ভর্তি হতে পারবেন।

জামিনের জন্য আরোপিত শর্ত অনুযায়ী, ইডির মামলায় ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড এবং ৫ লক্ষ টাকার এক জন জামিনদারের নথি আদালতে পেশ করা হয়েছে। পাশাপাশি, সিবিআইয়ের মামলায় ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড এবং সমমূল্যের জামিনদারের নথি জমা দেওয়া হয়েছে।