১৬ ঘণ্টায় বোরওয়েল থেকে উদ্ধার মধ্যপ্রদেশের সুমিত, নাবালকের মৃত্যু

আজ এখন নিউজ ডেস্ক, 29 ডিসেম্বর: শনিবার দুপুরে ঘুড়ি ওড়াতে গিয়ে ৩৯ ফুট কুয়োয় পড়ে যায়  ১০ বছরের সুমিত মীনা। ১৬ ঘণ্টার চেষ্টায় তাকে কুয়ো থেকে বের করে আনা সম্ভব হলেও শেষ রক্ষা হল না। মৃত্যু হল নাবালকের। শোকস্তব্ধ উদ্ধারকারীরা। রাজস্থানে কুয়োয় আটকে থাকা চেতনাকে নিয়ে বাড়ছে উদ্বেগ। রাজস্থানের চেতনা ৭ দিন ধরে ১৫০ গভীর বোরওয়েলে আটকে। তার মধ্যেই দুঃসংবাদ এল মধ্যপ্রদেশ থেকে। শনিবার গভীর গর্তে পড়ে যাওয়ার ১৬ ঘণ্টা পরে উদ্ধার ১০ বছরের বালকের মৃতদেহ। রবিবার এই কথা জানিয়েছে প্রশাসন।

রাজস্থানে প্রায় এক সপ্তাহ আগে ৭০০ ফুট গভীর কুয়োয় পড়ে যায় তিন বছরের চেতনা। ৭ দিন ধরে তাকে উদ্ধারের চেষ্টা চলছে। হাত লাগিয়েছে সেনাবাহিনীও। তার জন্য প্রার্থনায় গোটা দেশ। এই ঘটনার সমাধান হওয়ার আগেই ঘুড়ি ওড়াতে গিয়ে শনিবার মধ্যপ্রদেশের গুনায় কুয়োতে পড়ে যায় সুমিত। সন্ধ্যে ৬টা থেকে তাকে উদ্ধারের চেষ্টা শুরু হয়। প্রায় ৩৯ ফুট গভীরে আটকে যায় সুমিত। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় এসডিআরএফ ও এনডিআরএফ এবং পুলিশের দল। বাচ্চাটির সুরক্ষা নিশ্চিত করতে গর্তে অক্সিজেনের পাইপ পাঠানো হয়।প্রয়োজনীয় যন্ত্রপাতি এনে সন্ধ্যা ৬টা থেকে পুরোদমে উদ্ধারকার্য শুরু করা হয়। 

কুয়োয় যাতে অক্সিজেনের অভাব না হয়, তার জন্য ওই কুয়োর পাশে একটি ৪০ ফুট গর্ত খুঁড়ে অক্সিজেন দেওয়া শুরু হয়। উদ্ধারকাজে হাত লাগায় এনডিআরএফ ও এসডিআরএফ। রাতভর কাজ চলে। রবিবার সকাল ৯.৩০টা নাগাদ তাকে কুয়ো থেকে বের করে আনতে সক্ষম হন উদ্ধারকারীরা। সারারাত কাজ চলার পর রবিবার সকালে গর্তে নামেন উদ্ধারকারীরা। সাড়ে ৯টার নাগাদ সুমিতকে বোরওয়েল থেকে বার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত চিকিৎসকরা পরীক্ষা করেন। পরে তাকে মৃত বলে জানান তাঁরা।

শনিবার থেকেই উপস্থিত ছিলেন চিকিৎসকরা। সুমিতকে বের করে আনার সঙ্গে সঙ্গে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। গুনার কালেক্টর সত্যেন্দ্র সিং বলেন, ‘‌বাচ্চাটিকে নিরাপদ রাখতে কুয়োতেই অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছিল। চেষ্টা করা হয়েছিল সবরকম।’‌ এই ঘটনার খবর ছড়াতেই রাজস্থানের তিন বছরের শিশুকে নিয়ে বাড়ছে উদ্বেগ। তাকে বের করে আনার লড়াই এখনও চলছে সমানভাবে। একাধিক বাধার সম্মুখীন হয়েও হাল ছাড়েনি উদ্ধারকারীরা। প্রার্থনায় দেশবাসী। গুণার অতিরিক্ত পুলিশ সুপার মানসিং ঠাকুর বলেন, ‘‌শনিবার বিকেল ৬টা থেকে উদ্ধারকার্য শুরু হয়। রবিবার সকালে তাকে উদ্ধার করা হয়।’‌