সুন্দরবনের পর্যটকদের ব্যাগ নিয়ে চলছে তল্লাশি! কি কারনে হচ্ছে এমন ঘাঁটাঘাঁটি?

আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,৩০ ডিসেম্বর: শীতকালে ঘুরতে যাওয়ার জন্য আমরা বেশিরভাগ মানুষ সুন্দরবনকেই বেছে নেই। তবে এবার সুন্দরবনের পর্যটকদের জন্য দেখা গেল এক নতুন নাজারা। কখনো মৎস্যজীবিদের নৌকা, কখনও পর্যটক বোঝাই লঞ্চে,আবার কখনও ফেরি ঘাটে বেশিরভাগযাত্রীদের ব্যাগ তল্লাশি চলছে। ঠিক এই ভাবেই সুন্দরবনে জোর কদমে তল্লাশি চলছে। কোথাও সন্দেহজনক কিছু দেখলে তারা সঙ্গে সঙ্গে চালকদের জিজ্ঞাসাবাদে প্রস্তুতি নিচ্ছেন।জানতে চাইছেন কিছু প্রশ্ন। কিন্তু কেন?

তবে সুন্দরবনের মতন জায়গায় এমন দৃশ্য বিরল।  কয়েকদিন আগেই কিন্তু সেখান থেকেই কয়েকদিন আগে গ্রেফতার হয়েছে কাশ্মীরের ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি জাভেদ মুন্সি। ওই ঘটনার পর থেকেই সুন্দরবন অনেক বেশি সতর্ক হয়েছে। এমন অবস্থায় রাজ্য সরকার কোনোভাবেই ঝুঁকি নিতে নারাজ।সুন্দরবনে জলপথে জঙ্গি-সন্ত্রাসী ঢোকা আটকাতে নৌকা ও পর্যটকদের লঞ্চে নজরদারি শুরু উপকূল পুলিশের।

এ দিন, বাড়তি নজরদারি শুরু করেছে উপকূল থানার পুলিশ কর্মীরা। বিশেষ করে যে সমস্ত নৌকা বাংলাদেশ জল সীমানার দিকে থেকে মাছ, কাঁকড়া ধরতে যায়। এক দ্বীপ থেকে অন্য দ্বীপের সঙ্গে যোগাযোগকারী যাত্রী পরিবহণের নৌকাগুলোতেও এক যোগে এই বিশেষ তল্লাশির কাজ শুরু করেছে উপকূল থানার পুলিশ।গোসাবা ব্লকের সুন্দরবন উপকূল থানার পুলিশ কর্মীরা গোসাবার ব-দ্বীপ এলাকার বিভিন্ন ফেরি সার্ভিসের নৌকাগুলিতে যাত্রীদের ব্যাগে তল্লাশি চালাচ্ছেন। পাশাপাশি মৎস্যজীবীদের নৌকা ও পর্যটকদের বোট, লঞ্চ গুলিতেও জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে নিরাপত্তাজনিত কারণে।

11:33