আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার, ৩রা ডিসেম্বর:এই বছর শীত পড়তে একটু দেরি হয়েছে। অন্যান্য বার নভেম্বর মাস থেকেই শীত পড়ে যায়, এবার তবে ডিসেম্বরের শুরুতেই শীত পড়েছে। আর এই সময় সুন্দরবনে পর্যটকদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। এই সময় পশ্চিমবঙ্গের একাংশ পর্যটকরা সুন্দরবনেই ভিড় করে। তবে এই মাসের শুরুতেই পর্যটক গাইডদের বিক্ষোভ চালু করেছে। যার জেরে পর্যটকদের আনাগোনায় মাসের শুরুতেই বাধা পড়েছে। আর তাই নিয়ে রীতিমতো চাপানউতোর। তাদের অভিযোগ, পুরনো গাইডরা সেভাবে কাজ পাচ্ছে না। আর এইদিকে নতুন করে গাইড নেওয়া হচ্ছে।পুরনো গাইডরা সেভাবে কাজ পাচ্ছে না। এদিকে নতুন করে গাইড নিয়োগ করা হচ্ছে।
আজ সকাল থেকে গাইডরা যে বিজ্ঞপ্তি তুলেছে, এর নেপথ্যে কারণটা ঠিক কী? সুন্দরবনের যারা আগে থেকেই গাইড ছিলেন তাদেরকে সেভাবে কাজ দেওয়া হয়েছিল না। তারপরেও বাজারে এড দিয়ে নতুন গাইড নিয়োগ করা হচ্ছিল। ফলে কাজের নিশ্চয়তা সবার জন্যই তৈরি হচ্ছিল। আগামী দিনে কীভাবে কাজ পাওয়া যাবে? তাই নিয়ে উঠেছে প্রশ্ন। মঙ্গলবার সকাল থেকে সজনেখালি থেকেই কর্ম বিরোধী আন্দোলন করা হচ্ছে। নতুন করে গাইড নিয়োগের বিরোধিতা করে আন্দোলন শুরু করলেন সুন্দরবনের গাইডরা।
বিক্ষোভকারীদের দাবি, সারা বছর ধরেই তাঁরা সেভাবে কাজ পান না। দিনে পাঁচ, সাত জন করে কাজ পান। এই পর্যটন মরশুমেও সেভাবে কাজ মিলছে না। এদিকে, বনদপ্তর নতুন করে শতাধিক গাইড নিয়োগ করছে। আগে শুধু সজনেখালি পয়েন্ট থেকেই সুন্দরবন ভ্রমণের এন্ট্রি হত। ফলে এখান থেকেই পর্যটকদের সঙ্গে গাইডও রওনা দিতে পারতেন। কিন্তু এখন অন্যান্য অনেক জায়গা থেকেই গাইডরা পর্যটকদের সঙ্গে জুড়ে যাচ্ছে। ফলে এই সজনেখালির গাইডরা কাজ হারাচ্ছেন। সেই কারণেই এই বিক্ষোভ। তাঁদের দাবি, কাজ নিশ্চিত করে নতুন গাইড নিয়োগ হোক। এই ঘটনার জেরে এদিন অচলাবস্থা দেখা দিয়েছে সুন্দরবন পর্যটনে। রীতিমতো টানাপোড়েন শুরু হয়েছে। অচলাবস্থা কি আরও বাড়বে ভরা পর্যটন মরশুমে? প্রশ্ন থাকছেই।