সুপ্রিম কোর্টের রাজ্যের কাছে বড় নির্দেশ! পথে-ঘাটে শিশুর স্তন্যপানে আলাদা কক্ষের জন্য

আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,৫ মার্চ: সুপ্রিম কোর্ট আগের বছর নির্দেশিকার মাধ্যমে মায়েদের স্তন পান করানোর জন্য একটি আলাদা ঘরে ব্যবস্থা রাখার কথা বলেছিলেন। মায়েদের সুবিধার জন্য এবার শিশুদের স্তন্যপান করাতে কেন্দ্র ও রাজ্যকে নির্দেশ দিল শীর্ষ আদালত। বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চ মন্তব্য করেন, স্তন্যপান মা এবং সদ্যোজাত শিশুর স্বাস্থ্যের জন্য জরুরি।

বহু মায়ের তাদের সন্তানদের প্রকাশ্যে স্তন্যপান করাতে অস্বস্তিতে পড়েন। ট্রেনে-বাসে, হাসপাতালে, অফিসে আলাদা কক্ষ মেলে না। এই অবস্থায় আদালতের পর্যবেক্ষণ, প্রকাশ্যে স্তন্যপান করানোর বিষয়টিকে পুরনোপন্থী মনভাবে নেওয়া যাবে না। এই বিষয়ে নাগরিকদেরই ইতিবাচক ভূমিকা নিতে হবে। নতুন করে প্রসঙ্গটি উঠেছে ‘মাতৃ স্পর্শ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করায়। এই সংস্থার তরফে দাবি করা হয়, রাস্তাঘাটে স্তন্যপান করানোর জন্য আলাদা কক্ষ নির্মাণ করতে হবে। এই বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকার দাবি করে তারা।

মামলার শুননিতে শীর্ষ আদালত জানাল, কেন্দ্র ও রাজ্যকে শিশুদের স্তন্যপানে মায়েদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে। মামলার শুনানি গত ১৯ ফেব্রুয়ারি হলেও সুপ্রিম কোর্টের নির্দেশটি প্রকাশ্যে এসেছে সম্প্রতি। উল্লেখ্য, ২০২৪ সালে কর্মক্ষেত্রে লিঙ্গবৈষম্য রুখতে একটি নির্দেশিকা প্রকাশ করেছিল কেন্দ্র। সেখানে কাজের জায়গায় স্তন্যপানের আলাদা কক্ষের কথা বলা হয়েছিল। বর্তমান মামলার শুনানিতে সেই নির্দেশিকা কার্যকর করার কথা বলেছে সুপ্রিম কোর্ট।