ফৌজদারি মামলা না থাকলে বিহারে মুখিয়া হওয়া যায় না: সুপ্রিমকোর্ট

দেশের জনপ্রতিনিধিদের অনেকের বিরুদ্ধেই ফৌজদারি অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিশেষ করে ভারতের হিন্দি বলয়ে এমন অভিযোগ বেশি বলে দাবি আইনজীবীদের একাংশের। তাঁদের মতে, জনপ্রতিনিধি ও ফৌজদারি অপরাধ সবসময় একে অন্যের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে চলে। আগাম জামিন সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে তারই প্রমাণ মিলল আরও একবার। আপনার বিরুদ্ধে যদি কোনও ফৌজদারি অপরাধের মামলা না থাকে, তা হলে বিহারে আপনি মুখিয়া ভোটেও জিততে পারবেন না!’ এই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্তের। ফৌজদারি অপরাধে নাম জড়ানো বিহারের এক মুখিয়ার (পঞ্চায়েত প্রধান) আগাম জামিনের মামলায় ওই পর্যবেক্ষণ করেন বিচারপতি। বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি এন কোটিশ্বর সিং আগাম জামিন মামলার শুনানিতে মৌখিক ভাবে পর্যবেক্ষণ করেন, ‘বিহারে মুখিয়া হতে গেলে আপনার বিরুদ্ধে কোনও না কোনও ফৌজদারি মামলা থাকতেই হবে! তা না হলে আপনি মুখিয়া হতেই পারবেন না।’ বিহারের যে মুখিয়া আগাম জামিনের আর্জি জানিয়ে মামলা করেন, তাঁর আইনজীবীর উদ্দেশে বিচারপতি সূর্য কান্তের প্রশ্ন, ‘এই মামলা ছাড়া আপনার মক্কেলের বিরুদ্ধে আরও কোনও ফৌজদারি মামলা আছে? যদি থাকে, তার বিস্তারিত আদালতে জানান।’মুখিয়ার আইনজীবী আদালতে জানান, ‘হ্যাঁ, আরও মামলা আছে। তবে, সেই সব মামলা মূলত গ্রাম্য রাজনীতির জন্য।’