আজ এখন নিউজ ডেস্ক, 22 জানুয়ারি: ভারতের অন্যতম সেরা টি-টোয়েন্টি ব্যাটার সূর্যকুমার যাদব, ওয়ান ডে ফর্ম্যাটে নিজের জায়গা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। তাই ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তার অনুপস্থিতি অবাক করার মতো নয়। মঙ্গলবার নিজেই এই বাস্তবতা স্বীকার করেছেন সূর্য। অকপটভাবে তিনি জানান, ৫০ ওভারের ফর্ম্যাটে সুযোগ পেয়েও নিজের সামর্থ্যের সঠিক প্রয়োগ করতে পারেননি।
তার মতে তিনি যদি ভালো পারফর্ম করতেন, তাহলে নিশ্চিতভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পেতেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচেও নিজের সেরা ফর্মে ছিলেন না, যা তার অবস্থান আরও দুর্বল করেছে। নিজের ব্যর্থতাকে মেনে নিয়ে সূর্য স্পষ্ট জানান, তিনি নিজেকে ছাড়া অন্য কাউকে এই পরিস্থিতির জন্য দায়ী করতে পারেন না।
তবে তিনি এই প্রসঙ্গে এও বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকায় হতাশ হলেও নিজের খেলার মান উন্নত করতে না পারার বিষয়টি তাকে আরও বেশি পীড়া দিচ্ছে। সঠিক পারফরম্যান্স দিয়ে দলকে মুগ্ধ করতে না পারা তার জন্য সবচেয়ে বড় দুঃখের কারণ।