আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,২২ ডিসেম্বর: মুম্বাইয়ে ফির ঘটে গেল মৃত্যু কান্ড। রাস্তায় বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে তারপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ফুটপাতে থাকা ঘুমন্ত শিশুকে পিষে দিল। শনিবারের মধ্যরাতের এই ঘটনাকে পুণের পোর্শেকাণ্ডের স্মৃতি উস্কে দিল। এবং ১৯ বছরের ওই তরুণকে গ্রেফতার করল পুলিশ।
পুলিশ জানিয়েছে, মুম্বাইয়ের কর্ডালা এলাকায় আম্বেদকর কলেজের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। অভিযুক্তর নাম সন্দীপ গোল। তিনি ভিলে পার্লে এলাকার বাসিন্দা। এবং গতকাল রাতে এসইউভি গাড়ি চালিয়ে ফিরছিল। রাস্তায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা ফুটপাতের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। সেই সময় বাবার সঙ্গে ঘুমাচ্ছিলেন আইস লক্ষণ নামের চার বছরের একটি শিশুটি। সেই মুহূর্তে গাড়ি চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনায় আহত হয়েছেন শিশুর বাবাও।
পুলিশ খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে,১৯ বছরের ছেলেটি গাড়ি চালানোর সময় মদ্যপ অবস্থায় ছিলেন না। কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। অত রাতে অভিযুক্ত কোথা থেকে ফিরছিল বা কোথায় যাচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।
উল্লেখ্য, গত মে-তে পুণেয় দুই ইঞ্জিনিয়ারকে পোর্শে নিয়ে চাপা দেওয়ার অভিযোগ ওঠেছিল এক নাবালকের বিরুদ্ধে। সেই ঘটনায় দেশ জুড়ে ব্যাপক শোরগোল শুরু হয়। ঘটনায় প্রভাবশালী পরিবারের সন্তান অভিযুক্তকে আইনি জট থেকে রক্ষা করতে প্রশাসনের বিরুদ্ধেও অভিযোগের আঙুল ওঠে। সেই ঘটনার পর এবার মুম্বইয়ে ফের গাড়িচাপার ঘটনা।