আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,২০ ডিসেম্বর: আবারও অগ্নিকাণ্ডে জ্বলে উঠল তপসিয়া। সেইখানে বহুতলের পাশে একটি ঝুপড়িতে আগুন লাগে। এবং সারা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। জায়গাটা অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় খুবই দ্রুত আগুনটা ছড়িয়ে যায় সব জায়গায়। মদন থানার পুলিশ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছান। ঝুপড়ির কোন জায়গায় কেউ আটকে আছে কিনা তা ভালো করে খতিয়ে দেখেন। ঘটনাস্থলে পাঁচটি ইঞ্জিনে দমকল পৌঁছায়। আগুনের পরিমাণ তন্ত বেশি হওয়ায় দমকল কর্মীরা আগুনে কাছাকাছি এগোতে পারছেন না।
তপসিয়া এলাকা ভয়ংকর অগ্নিকাণ্ডের কালো ধোঁয়ায় ঢাকল!
