আজ এখন নিউজ ডেস্ক, 24 জানুয়ারি: বীরভূমের তারাপীঠে মা তারার দর্শনে ভক্তদের জন্য জারি হয়েছে একাধিক নতুন নিয়ম। যা না জানলে হতে পারে বিপত্তি। পৌষ মাসের শুরু থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, গর্ভগৃহে প্রবেশের সময় মোবাইল ফোন নিয়ে ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ। মন্দিরের নিরাপত্তা রক্ষীদের কাছে ফোন জমা দিয়ে তবে প্রবেশ করতে হবে।
মন্দিরে ভোর ৪টা থেকে ৫.৩০ পর্যন্ত মায়ের স্নান, সজ্জা, মঙ্গলারতি এবং ভোগ নিবেদন হবে। এরপর সকাল ৫.৩০-এ মন্দিরের দরজা খুলবে। প্রথম কুড়ি মিনিট সাধারণ লাইন, পরবর্তী কুড়ি মিনিট বিশেষ লাইনে দর্শন চলবে। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মায়ের ভোগের জন্য মন্দির বন্ধ থাকবে। সন্ধ্যায় ৫টায় আরতির জন্য আবার মন্দির বন্ধ হবে এবং সন্ধ্যা ৬.৩০ থেকে পুনরায় পুজো শুরু হবে।
রাত ৯টার পর নতুন করে কেউ মন্দির চত্বরে প্রবেশ করতে পারবেন না। বিশেষ তিথি যেমন অমাবস্যা, পূর্ণিমা, এবং সংক্রান্তিতে মন্দির নির্দিষ্ট পূজার্চনার পর বন্ধ হবে। বিশেষ লাইনে দর্শনের জন্য হলুদ পাশ সংগ্রহ বাধ্যতামূলক। তারাপীঠ মন্দিরের কর্তৃপক্ষদের দাবি, এই নতুন নিয়ম মেনে চললে ভক্তদের মায়ের দর্শন আগের তুলনায় আরও সহজ ও সুশৃঙ্খল হবে।