ভাড়া নিয়ে গন্ডগোলে জেরে যাত্রীদের হাতে ‘খুন’ টোটোচালকের!

আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,২২ জানুয়ারি: ফের মালদায় ঘটে গেল এক খুনের ঘটনা। টটোচালকের সাথে ভাড়া নিয়ে বচসা শুরু হয়। পুলিশ ফাঁড়ির অদূরেই টোটোচালককে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ মদ্যপ যাত্রীদের বিরুদ্ধে। মালদহের ইংরেজবাজার থানার মহদিপুরের বেলবাড়িঘাট এলাকায় গতকাল রাতে এই ঘটনাটি ঘটেছে। তবে পুলিশ অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, মৃত টোটোচালকের নাম কাজল ঘোষ। তিনি মালদহের ইংরেজ রামকেলির বারোদুয়ারি এলাকায় থাকতেন। কাজল অন্যান্য দিনের মতন মঙ্গলবার রাতেও টোটো নিয়ে বেরিয়েছিলেন। শ্যামল মণ্ডল, বিমল মণ্ডল-সহ বেশ কয়েকজন মদ্যপ যাত্রীকে টোটোতে তোলাই কাল হয়। তাদের গন্তব্যস্থলে নামানোর পর কাজল ভাড়া চান। তবে ভাড়া দিতে অস্বীকার করে যাত্রীরা, এমনটাই অভিযোগ। তারপর থেকেই টোটো চালকের সঙ্গে অশান্তি শুরু হয়। সেই অশান্তি ক্রমশ বাড়তে বাড়তে চরম ঝামেলা সৃষ্টি হয়। অভিযোগ, একপর্যায়ে হাঁসুয়া দিয়ে টোটোচালককে কোপায় যাত্রীরা।

রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন কাজল। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও লাভ হয়নি। পথেই মৃত্যু হয় কাজল ঘোষের। এই ঘটনায় শ্যামল মণ্ডল, বিমল মণ্ডল-সহ বেশ কয়েকজনের নামে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ জানিয়েছে, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।