আজ এখন ডেস্ক, 8 জানুয়ারি: নতুন বছরের সূচনা যেন এক ভয়াবহ বিপর্যয় নিয়ে এল। নেপাল-তিব্বত সীমান্তে রিখটার স্কেলে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত পুরো অঞ্চল। মঙ্গলবার ভোর ৬টা ৩৫ মিনিটে এই ভূমিকম্পে নেপালের সীমান্তবর্তী শিজ্যাং প্রদেশ ভয়াবহ ধ্বংসস্তূপে পরিণত হয়। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১২৬ জন, আহত হয়েছেন আরও ১৮৮ জন।
চীনা সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শুধুমাত্র তিব্বতেই ৯৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধ্বংস হয়েছে প্রায় ৩,৬০৯টি বাড়ি। ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজির মতে, ভূমিকম্পের কেন্দ্র ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। এর প্রভাব উত্তর ভারতের দিল্লি ও বিহারেও অনুভূত হয়, যেখানে আতঙ্কে মানুষজন বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
ভূমিকম্পের উৎসস্থল ছিল তিব্বতের টিংরি কাউন্টি, যা মাউন্ট এভারেস্ট থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে। এই অঞ্চল ভূমিকম্পপ্রবণ হওয়ায় এখানকার বাসিন্দারা প্রায়ই বিপদের মুখোমুখি হন। ভারতীয় ও ইউরেশিয়ান টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে এই ধরনের ভূমিকম্প প্রায়শই ঘটে। উল্লেখ্য, এই সংঘর্ষই হিমালয় পর্বতমালার সৃষ্টি করেছে।
উদ্ধারকাজ চলছে, তবে তীব্র ঠান্ডা বাধা হয়ে দাঁড়িয়েছে। দিনের তাপমাত্রা যেখানে মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াস, রাতের তাপমাত্রা সেখানে আরও নিচে নেমে যাচ্ছে। চীনা সেনা এবং উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা জীবিতদের সন্ধানে নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন। পাঁচশোর বেশি কর্মী, ১০৬টি অ্যাম্বুলেন্স, তাঁবু, খাবার, এবং জেনারেটর পাঠানো হয়েছে দুর্গত এলাকায়। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো দ্রুত মেরামতের কাজ চলছে।