আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,৮ ডিসেম্বর: যৌন লালসার শিকার হল আবারও এক শিশুকন্যা। ওই বাচ্চা মেয়েটিকে শনিবার দিন সকালে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় এমনটাই অভিযোগ করেন শিশু কন্যার পরিবারের লোকেরা। তাদের কোন প্রতিবেশী নাকি এই কাণ্ডের অভিযুক্ত। ওই শিশুকন্যাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ওই অভিযুক্তকে কুকীর্তি করার সময় জঙ্গল থেকে হাতেনাতে ধরা হয়। এবং এলাকাবাসীরা তাকে পুলিশের হাতে তুলে দেয়। মুর্শিদাবাদের বড়ঞায় এ ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়।
পুলিশ সূত্রে জানা গেছে, রানীনগর গ্রামে কাল দুপুর বেলা নিজের বাড়ির সামনে খেলছিল শিশুটি। হঠাৎ করে তার মা বাইরে বেরিয়ে এসে দেখে সে নিখোঁজ। এরপরে বাড়ির লোক তাকে সারা জায়গায় খুঁজতে শুরু করে। কয়েক ঘন্টা পর শিশুটিকে জঙ্গল থেকে উদ্ধার করা হয়। শিশুটির পরিবারের অভিযোগ, ওই যুবককে ধর্ষণ করার সময় হাতেনাতে ধরা হয়। এবং তাকে জঙ্গল থেকে টেনে বার করে মারধর করা হয়। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তাকে।
এদিকে অচৈতন্য অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়েছিল। দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল তার। বর্তমানে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন সে। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পরিবারের দাবি, জঙ্গলে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। অভিযুক্তর কঠোর শাস্তির দাবি করেছে পরিবার।