খাসির মাংসের নামে গোমাংস বিক্রি!ওই রেস্তোরাঁ বন্ধ করেন প্রশাসন

আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,৯ মার্চ: রেস্তোরাঁ মটনের বদলে খাওয়ানো হচ্ছে গোমাংস বিক্রি। এইরকম গুরুতর অভিযোগ করা হলো পুরীর এক জনপ্রিয় রেস্তোরাঁয়। এই ঘটনাটি সামনে আসতেই যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এবং তৎক্ষণাৎ করা পদক্ষেপের জন্য প্রশাসনের খবর দেওয়া হয়েছে। পুরীর সত্য বাড়ি অঞ্চলে অবস্থিত এই রেস্তোরাটি বন্ধ করে দেওয়া হয়েছে।

একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে,সম্প্রতি গোরক্ষক দল এক ব্যক্তিকে আটক করেছিল ভিডিওতে সেই ব্যক্তিই দাবি করেন জাতীয় সড়কের উপর অবস্থিত ওই রেস্তোরাঁতে খাসির মাংসের সঙ্গে গরুর মাংস মিশিয়ে খেতে দেওয়া হয়। এবং সাক্ষী গোপাল থানার অধীনস্থ এই হোটেলের খাসির মাংসের স্বাদের জন্য অত্যন্ত জনপ্রিয়। তাঁদের বিরুদ্ধে এমন অভিযোগ প্রকাশ্যে আসতেই উত্তেজনা ছড়ায়। দোকানের সামনে বিক্ষোভ দেখানো হয়।

পুরীর জেলাশাসক সিদ্ধার্থ শঙ্কর সোয়াইন এই ঘটনার পরিপ্রেক্ষিতে জানান, “এই খবর প্রকাশ্যে আসতেই প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে দোকানটি। মানুষের ধর্মীয় ভাবাবেগ নিয়ে যদি কেউ খেলা করে থাকেন তবে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। গোটা ঘড়টনার তদন্ত চলছে।” তবে ওই দোকানে গ্রাহকদের আদৌ কি গোমাংস খাওয়ানো হয়েছে কিনা তা খতিয়ে দেখতে খাবারের নমুনা সংগ্রহ করে তা ভুবনেশ্বরের OUAT ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। পাশাপাশি এলাকার গরু পাচারকারীদের মদত দেওয়ার অভিযোগে সত্যবাদী থানার এক সাব ইনস্পেক্টরকে বদলি করে দেওয়া হয়েছে।

পাশাপাশি জেলাশাসক সিদ্ধার্থ শঙ্কর জানিয়েছেন, যদি সত্যি এমন গুরুতর অপরাধ করা হয়ে থাকে তবে কঠোর সাজা দেওয়া হবে অপরাধীদের। সুপরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হচ্ছিল কিনা সেটাও খতিয়ে দেখছে প্রশাসন।