আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,৩১ ডিসেম্বর: উত্তরপ্রদেশে ঘটে গেল বছর শেষে এক ভয়ানক দুর্ঘটনা। একটি বাইকের ধাক্কায় এক কিলোমিটার হিজরে গেল একটি গাড়ি। এই ঘটনায় মৃত্যু হয়েছে ওই বাইক চালকের। সোশ্যাল মিডিযায় এই হাড়হিম দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে নেটিজেনরা শিউরে উঠেছে।
গতকাল বিকেল পাঁচটা নাগাদ ওয়াজিদ পুরম এলাকায় হাইওয়ের উপরে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে,পঞ্চাশ বছয় বয়সি সুখবীর হায়াতনগর থেকে বাইকে চেপে নিজের বাড়িতে ফিরছিলেন। ওই এসইউডি গাড়িটিতে এসে বাইকটি সজোরে ধাক্কা মারে। ওই ব্যক্তি বাইক-সহ গাড়ির নিচে আটকে পড়েন। বেগতিক বুঝে ওই অবস্থাতেই বাইক-সহ সুখবীর হিঁচড়ে নিয়ে যায় গাড়ি। প্রায় এক কিলোমিটার ওইভাবে চলার পর শেষে গাড়ি ফেলে চম্পট দেন চালক।
গোটা ঘটনার ভিডিও ক্যামেরাবন্দি করেছেন ঘাতক গাড়িটির পিছনে থাকা অন্য এক গাড়ির চালক। যেখানে দেখা যাচ্ছে, দ্রুত গতিতে ছুটে চলেছে একটি এসইউভি গাড়ি। তার সামনের অংশে মোটরবাইক আটকে থাকায় রাস্তায় ঘষা লেগে ব্যাপকভাবে আগুনের ফুলকি ছুটছে। স্থানীয় লোকজন গাড়িটিকে থামানোর চেষ্টা করলে গাড়িটি আরও দ্রুত গতিতে ছোটাতে শুরু করেন অভিযুক্ত চালক। গাড়ি থামার পর সুখবীরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মৃত্যু হয় তাঁর। হাসপাতালে সুখবীরের প্রাথমিক চিকিৎসা করেছিলেন চিকিৎসক আরকে সিং। তিনি বলেন, সারা শরীরে অসংখ্য আঘাত ছিল সুখবীরের। তাঁর দুটি পা ভেঙে গিয়েছিল। শরীরের নানা অংশ থেকে রক্ত ঝরছিল।