আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,৩ মার্চ: গতকাল পুরুলিয়ায় ঘটে যায় আশ্চর্যজনক ঘটনা। দুই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষার আগের দিন আগে উদ্ধার হল দুটি মৃতদেহ। গতকাল এই দুটি ঘটনা ঘটেছে পুরুলিয়া মফস্বল থানার মালথোড় ও বলরামপুর থানার বাগানডি গ্রামে। তাদের মধ্যে একজন ছাত্রী ও অন্যজন ছাত্রী।
পরিবার সূত্রে জানা গিয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এক ছাত্রের মৃতদেহ উদ্ধার হয় মালথোড় এলাকার বাড়ি থেকে। এবং জানা যায়, গতকাল সকালে ওই যুবক সিঁড়ি ঘরের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে দেখা যায়। প্রথমেই ঘটনাটি তার পরিবারের লোকজন দেখেন। তারপর দ্রুত যুবককে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। তবে ডাক্তাররা ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন। পুরুলিয়া মফস্বল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
অন্যদিকে, আরেক কিশোরীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় বলরামপুর থানার বাগানডি গ্রামে। ওই কিশোরীর বাবা-মা বাড়িতে ছিলেন না। পরে তাঁরা বাড়িতে গিয়ে মেয়েকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে বাঁশগড় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন। বলরামপুর থানার পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পরীক্ষার ভীতি থেকেই কি দুজনে আত্মহত্যা করল? নাকি দুটি ঘটনার পিছনে অন্য কোনও রহস্য আছে? দুজনেই মেধাবী বলে জানা গিয়েছে। তাহলে কেন তারা চরম সিদ্ধান্ত নেবে? সেসব প্রশ্ন উঠছে। দুই এলাকায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার-পরিজনদের মধ্যে শোকের ছায়া।