বৃদ্ধার রহস্যমৃত্যুতে বড় ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ, তদন্তে পুলিশ

আজ এখন নিউজ ডেস্ক, 17 ফেব্রুয়ারি: নিমতা থানার পদ্মপুকুরের কবি সত্যেন সেন সেকেন্ড লেনের এক বাড়িতে রহস্যজনক মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার রাতে নিজ বাড়িতে অজ্ঞান অবস্থায় উদ্ধার হন রীতা ভট্টাচার্য (৭০)। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় রবিবার রীতার বড় ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।

রীতার ছোট ছেলে সুবীর ভট্টাচার্য একটি বেসরকারি সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ করেন। শনিবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে মাকে ফোন করেন তিনি। ফোন বন্ধ থাকায় তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। বাড়িতে এসে দরজা বন্ধ ও ভিতর থেকে কোনও সাড়া না পেয়ে, প্রতিবেশী ও আত্মীয়দের খবর দেন। পরে পুলিশ এসে দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে। একতলার ঘরে বিছানায় কম্বলে ঢেকে থাকা রীতাকে উদ্ধার করা হয়।

সুবীরের অভিযোগ, তাঁর মা দীর্ঘদিন ধরেই বড় ছেলে ও পুত্রবধূর সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদে জড়িয়ে ছিলেন। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় এবং অভিযোগকারীর দাবি, রীতাকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছিল। ঘটনার দিন সকালে পরিচারিকাকে কাজে না ঢুকতে বলে দেওয়া হয়, যা সন্দেহকে আরও ঘনীভূত করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহ উদ্ধারের সময় বৃদ্ধার কান থেকে রক্ত ঝরছিল। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, শ্বাসরোধ করে তাঁকে খুন করা হয়েছে। যদিও ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে তদন্তকারী দল। সুবীর আরও অভিযোগ করেছেন, বাড়ি থেকে তাঁর মায়ের মোবাইল ফোন, ২৫ হাজার টাকা, সোনার গয়না, নথি এবং বাড়ির দলিল চুরি গিয়েছে। এই প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, মৃতার বড় ছেলে ও পুত্রবধূ ঘটনার পর থেকেই পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।