আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,৩রা ডিসেম্বর: নদিয়ায় ঘটলো আর এক কুপিয়ে খুনের ঘটনা। তাদের সম্পর্কে ভেঙেছে প্রায় অনেক দিনই তার পর পরই মেয়েটি অন্য একজনকে বিয়ে করে। সেই রাগ সামলাতে না পেরে প্রাক্তন প্রেমিক তার স প্রেমিকাসহ তাঁর স্বামীকে এলোপাথাড়ি কোপ দেয় যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে নদীয়ার পানিনালা এলাকায় শোরগোল পড়ে যায়। ওই যুবতী এবং তাঁর স্বামী দুজনে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। এদিকে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের প্রাক্তন প্রেমিকা নাম অদিতি মণ্ডল। তিনি নদীয়ার পানিনালা এলাকার বাসিন্দা। ওই এলাকার তাপস প্রামাণিক নামে একজনের সাথে তার সম্পর্ক ছিল। কোন কারনে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। পরবর্তীকালে অদিতির সঙ্গে শুভজিৎ ঘোষ নামে একজনের বিয়ে হয়। এলাকা বাসিন্দাদের অভিযোগ, তার প্রাক্তন প্রেমিকার বিয়ের পর থেকেই প্রতিশোধ নেওয়ার ছক কষা শুরু করে অভিযুক্ত তাপস। তারমধ্যেই অদিতি তার স্বামীর সঙ্গে বাপের বাড়ি যান। সোমবার দিন রাতে অদ্বিতীয় তার স্বামী মেলায় গিয়েছিলেন। তারা দুইজন একটি দোকানে খেতে ঢুকেছিলেন। তখনই ঘটে ভয়ংকর কাণ্ড।
প্রত্যক্ষদর্শী মারফত জানা গিয়েছে, আচমকা ধারালো অস্ত্র নিয়ে ওই দম্পতির উপর চড়াও হয় তাপস। এলোপাথাড়ি কোপাতে থাকে সে। রক্তাক্ত অবস্থায় মেলার মধ্যেই লুটিয়ে পড়ে দম্পতি। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় তাঁদের কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। এদিকে অভিযুক্ত তাপসের খোঁজ চালাচ্ছে পুলিশ।