আজ এখন নিউজ ডেস্ক, 20 ডিসেম্বর: বাঁকুড়া জেলার বরামারা গ্রামে দেওয়াল চাপা পড়ে তিন শিশুর মর্মান্তিক মৃত্যুর পর তাদের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। বাংলার বাড়ি প্রকল্পের আওতায় বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা হাতে পেলেন নিহত শিশুদের পরিবার। বৃহস্পতিবার বিষ্ণুপুরের বাঁকাদহ এলাকার বরামারা গ্রামে মৃত শিশুদের পরিবারের সঙ্গে দেখা করলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনসূয়া রায়। পরিবারের অবস্থা পরিস্থিতির খোঁজখবর নেন তিনি।
উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে, টানা বৃষ্টির ফলে গ্রামে এক কাঁচা বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। সেই দুর্ঘটনায় প্রাণ হারায় তিন থেকে পাঁচ বছর বয়সী তিন শিশু। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যদের অভিযোগ ছিল, কেন্দ্রের আবাস যোজনার তালিকায় নাম থাকা সত্ত্বেও তাঁদের বাড়ি মেলেনি। বাধ্য হয়ে কাঁচা বাড়িতেই থাকতে হয়েছিল, যার ফলস্বরূপ এই মর্মান্তিক ঘটনা ঘটে যায়।
মৃত শিশুদের পরিবারের সদস্য প্রশান্ত সর্দার এই বিষয়ে জানান, “যদি আমরা আগে বাড়ি পেতাম, তাহলে হয়তো আমাদের এই দুঃখের দিন দেখতে হতো না। রাজ্য সরকারের পক্ষ থেকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির টাকা পেয়ে আমরা কিছুটা সান্ত্বনা পেয়েছি।” অপরদিকে সভাধিপতি অনসূয়া রায় এই প্রসঙ্গে বলেন, “মৃত তিন শিশুর পরিবারের পাশে আমরা প্রথম দিন থেকেই আছি। আজ বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা হাতে তুলে দিতে পেরে ভালো লাগছে। তাঁদের পরিস্থিতি বুঝতেই এখানে এসেছি। রাজ্য সরকার সবসময় তাঁদের পাশে থাকবে।”
তিনি আরও জানান, বাড়ি তৈরির কাজ যাতে দ্রুত শেষ হয়, সেদিকে নজর রাখা হবে। পাশাপাশি, এলাকার অন্যান্য পরিবারের জন্যও সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। মর্মান্তিক এই ঘটনার পর সরকারি সহযোগিতা পেয়ে মৃত শিশুদের পরিবার কিছুটা স্বস্তি পেলেও, তাঁরা এখনও এই দুর্ঘটনার শোক কাটিয়ে উঠতে পারেননি।